TRENDING:

পুজোয় কী হবে? স্বস্তি না অস্বস্তি! ঘাটালবাসীদের বড় চিন্তা, পরিস্থিতি যা বলছে

Last Updated:
ধীর গতিতে নামছে জল, ফের আশা, তবে কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে জল কমতে শুরু করেছে। এর ফলে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন ঘাটালবাসী।
advertisement
1/6
পুজোয় কী হবে? স্বস্তি না অস্বস্তি! ঘাটালবাসীদের বড় চিন্তা, পরিস্থিতি যা বলছে
নিম্নচাপ ও টানা ভারী বৃষ্টির জেরে আবারও বিপর্যস্ত হয়েছিল ঘাটাল মহকুমা। শিলাবতী নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করে, আর সেই জল উপচে পড়ে ঘাটাল ব্লক ও পৌর এলাকার একাধিক অঞ্চলে। শহরের ভিতরে নানা জায়গায় জল ঢুকে পড়ায় সাধারণ মানুষের চলাফেরায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছিল। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট পুরোপুরি জলের তলায় চলে গিয়েছিল। এর পাশাপাশি দুর্গাপুজোর মণ্ডপগুলির কাজও থমকে গিয়েছিল। বহু মণ্ডপের কাঠামো প্লাবিত হয়ে যায়। পুজোর আগে এমন পরিস্থিতিতে উদ্যোক্তারা কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
তবে কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে জল কমতে শুরু করেছে। এর ফলে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন ঘাটালবাসী। পুজো উদ্যোক্তারাও আশাবাদী হচ্ছেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে অল্প সময়েই মণ্ডপের কাজ শেষ করে ফেলা সম্ভব হবে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
জল নামতে শুরু করায় উদ্যোক্তারা ফের জোরকদমে প্রস্তুতি নিতে চাইছেন। কাঠামোর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে। অল্পদিনের মধ্যেই কাজ শেষ হবে বলেই আশা প্রকাশ করেছেন অনেকেই। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
যদিও স্বস্তির মধ্যেও রয়েছে অস্বস্তি। আবার যদি নতুন করে বৃষ্টি শুরু হয়, কিংবা শিলাবতী নদীর জলস্তর বেড়ে যায়, তবে ফের সমস্যায় পড়তে হবে ঘাটালবাসীকে। পুজো উদ্যোক্তাদেরও মাথায় হাত পড়বে, কারণ একবার জল বাড়লে কাজ বন্ধ হয়ে যাবে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
ঘাটালের বাসিন্দা শেখ রাজিবুল হোসেন বলেন, “এবার একাধিকবার বন্যার কবলে পড়েছি আমরা। বারবার সমস্যায় পড়তে হয়েছে। এখন কিছুটা করে জল কমছে, এতে স্বস্তি পাচ্ছি। তবে আবার যদি বৃষ্টি হয়, নদীর জল বাড়ে, তাহলে আরও চিন্তা বাড়বে।”সব মিলিয়ে, জল কমার ফলে স্বস্তি ফিরে এলেও, নতুন করে বৃষ্টির ভয় কাটেনি ঘাটালবাসীর মন থেকে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পুজোয় কী হবে? স্বস্তি না অস্বস্তি! ঘাটালবাসীদের বড় চিন্তা, পরিস্থিতি যা বলছে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল