TRENDING:

Ghatal Flood: পুজোর আগে ছন্দে ফিরবে ঘাটাল? ভরসা 'তারা'ই! নজরে এলাকার পরিস্থিতি

Last Updated:
ঘাটালের অধিকাংশ এলাকা থেকে বন্যার জল নেমে গেলেও এখনও বেশ কিছু নিচু অঞ্চলে জল জমে রয়েছে। গ্রামের ভেতরের রাস্তাগুলি ডুবে থাকায় সাধারণ মানুষকে প্রতিদিনই ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।
advertisement
1/5
পুজোর আগে ছন্দে ফিরবে ঘাটাল? ভরসা 'তারা'ই! নজরে এলাকার পরিস্থিতি
ঘাটালের অধিকাংশ এলাকা থেকে বন্যার জল নেমে গেলেও এখনও বেশ কিছু নিচু অঞ্চলে জল জমে রয়েছে। গ্রামের ভিতরের রাস্তাগুলি ডুবে থাকায় সাধারণ মানুষকে প্রতিদিনই ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
2/5
স্কুল-কলেজে যাওয়া, বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস আনা কিংবা জরুরি স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্যও বাসিন্দাদের সেই ডুবে থাকা রাস্তা পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
3/5
মনসুকা এলাকায় বন্যার জল পুরোপুরি নেমে যাওয়ার পর প্রকাশ্যে এসেছে রাস্তার করুণ দশা। কোথাও রাস্তা ভেঙে পড়েছে, কোথাও আবার রাস্তার ধারে বড় গর্ত তৈরি হয়েছে। এতে এলাকাবাসীর যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
4/5
স্থানীয় বাসিন্দা সুখদেব জানা জানান, “বন্যার জল নেমে গেলেও দুর্দশা এখনও কাটেনি। রাস্তাঘাটে ঠিকমতো যাওয়া যাচ্ছে না। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।” তার মতো আরও অনেকে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ঘাটালের মানুষ বছরের পর বছর একই সমস্যার মুখোমুখি হচ্ছেন। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
5/5
রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত মেরামত হোক রাস্তাঘাট। মানুষের বক্তব্য, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিলে কিছুটা হলেও স্বস্তি ফেরানো সম্ভব হবে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ghatal Flood: পুজোর আগে ছন্দে ফিরবে ঘাটাল? ভরসা 'তারা'ই! নজরে এলাকার পরিস্থিতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল