TRENDING:

চারিদিক থেকে জল ঢুকছে! বাটির মত ডুবে যাচ্ছে ঘাটাল, দায় কার?

Last Updated:
প্রতিবছর বন্যায় ভেসে যায় ঘাটাল। এই শহর খানিকটা বাটির মতো। কিন্তু ঘাটালে বন্যার আসল কারণ জানেন?
advertisement
1/6
ঘাটাল যেন জলবন্দি বাটি! দুর্যোগের আসল ভিলেন কে জানেন?
<strong>পশ্চিম মেদিনীপুর,রঞ্জন চন্দ:</strong> প্রতিবছর বন্যায় ভেসে যায় ঘাটাল। বছরে এক দু'বার বন্যা লেগেই থাকে এখানে। অনেকে মনে করেন ঘাটাল খানিকটা বাটির মতো। স্বাভাবিকভাবে অন্যান্য নদীগুলোতে জলস্ফীতি থাকায় ঘাটালে জল অনেক দিন থেকে যায়। স্বাভাবিকভাবে বন্যায় ভাসতে হয় ঘাটালকে। তবে কেন ঘাটালে বন্যা হয় জানেন? তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
2/6
পশ্চিম মেদিনীপুরের এক প্রান্ত এক শহর ঘাটাল। বর্ষার মরশুমে একাধিক পৌর এলাকায় এবং গ্রাম পঞ্চায়েত এলাকা বানভাসি হয়। মানুষের যাতায়াতের মাধ্যম হয়ে ওঠে নৌকো। ক্ষতিগ্রস্ত হয় মানুষের স্বাভাবিক জনজীবনে। বেশ কিছুদিন বন্ধ হয়ে যায় স্কুল, বিভিন্ন প্রশাসনিক কাজ। তবে বন্যার আসল কারণ জানলে অবাক হবেন আপনিও। তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
3/6
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত ডিভিসি থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘাটালে। ডিভিসি থেকে জল ছাড়লে দ্বারকেশ্বর নদী হয়ে ঝুমি নদীর জলস্ফীতি হয়ে ঘাটালে প্রবেশ করে। অন্যদিকে ঝাড়খন্ড এলাকা থেকে জল ছাড়লেও সেই জল ঘাটালের উপর দিয়ে প্রবাহিত হয়। নিচু জায়গা হওয়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘাটালে। তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
4/6
জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি বলেন, "ঘাটাল অত্যন্ত নিচু এলাকা। মূলত ডিভিসি থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ডিভিসি থেকে জল ছাড়লে দ্বারকেশ্বর হয়ে ঝুমী নদী জলস্ফীতি হয়ে ঘাটালে প্রবেশ করে। নতুন খাল খনন এবং নদীগুলির ড্রেজিং করে তার জল ধারণ ক্ষমতা এবং জল পরিবহন ক্ষমতা বাড়াতে হবে। অন্যদিকে শিলাবতী নদীর জলস্ফীতি হলেও ঘাটালে বন্যা হয়। স্বাভাবিকভাবে বেশ ক্ষতি হয় মানুষের। প্রশাসন সর্বত সহযোগিতা করছে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর বাস্তবায়িত হলে এই দুর্দশা ঘুচে যাবে।" তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
5/6
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রূপনারায়ণ নদীতে জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য ড্রেজিং এর প্রয়োজন। অন্যদিকে শিলাবতী নদীর ক্ষমতাও বাড়ানো দরকার। নতুনভাবে খাল খনন করা হচ্ছে, যা শিলাবতীর অতিরিক্ত জল কংসাবতী নদী দিয়ে বের করে দেওয়া হবে। এছাড়াও বেশ কিছু দুর্বল জায়গায় গার্ডওয়াল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
6/6
স্বাভাবিকভাবে ঘাটালের এই বন্যাকে ম্যানমেড আখ্যায়িত করছে প্রশাসন। রাজ্য সরকারের উদ্যোগে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষা পেরোলে ঘাটাল মাস্টার প্ল্যানের একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করা হবে। স্বাভাবিকভাবে আগামীতে বন্যা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একাধিক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
চারিদিক থেকে জল ঢুকছে! বাটির মত ডুবে যাচ্ছে ঘাটাল, দায় কার?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল