Creativity: পাতিলেবুতেই পৃথিবীর মানচিত্র, অনন্য কীর্তি ভূগোল শিক্ষকের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
অবসর সময়কে কাজে লাগিয়ে সামান্য এক টাকার পাতিলেবুতে ফুটিয়ে তুলেছেন পৃথিবীর মানচিত্র, জানুন শিক্ষকের কাহিনী।
advertisement
1/6

ছোট থেকেই ছবি আঁকা এবং হাতের কাজের শখ এই শিক্ষকের। প্রতিদিন বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি বাড়িতে অন্যান্য কাজের অবসরে তিনি সৃজনশীল নানা কাজ করে থাকেন। যা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন জায়গায়। এবার লেবুতেই ফুটিয়ে তুলেছেন পৃথিবীর মানচিত্র।
advertisement
2/6
পাতিলেবুর ওপর কলমের আঁচড় কেটে তিনি ফুটিয়ে তুলেছেন সারা পৃথিবীর ম্যাপ। যে ম্যাপ ভূগোলের বইতে আঁকা থাকত সেই ম্যাপ তিনি এঁকেছেন লেবুতে।
advertisement
3/6
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে শিক্ষকতা করেন নরসিংহ দাস। নরসিংহ বাবু ভূগোলের শিক্ষক। তবে সৃজনশীল কাজের প্রতি ঝোঁক থাকায় লেবুতে পৃথিবীর ম্যাপ ফুটিয়ে তুলেছেন নিখুঁতভাবে।
advertisement
4/6
বিদ্যালয়ের শিক্ষকতার পর অবসর সময়ে তিনি করেছেন এই কাজ। বেশ কয়েক ঘন্টা সময় ব্যয় করে পাতিলেবুর ওপরে তিনি এই ম্যাপকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।
advertisement
5/6
শিক্ষক নরসিংহ দাস বলেন, এই কাজ করতে আমার ভালো লাগে। শিল্পের সঙ্গে নিত্যনতুন ভাবনা যুক্ত করে আমি নিজের মত অবসর সময় কাটাই। তাই অবসর সময়ে হাতের কাছে থাকা লেবুতে এই ম্যাপ ফুটিয়ে তুলেছি।
advertisement
6/6
ভূগোলের শিক্ষক, মানচিত্র অঙ্কনে হাত দক্ষ। তবে রীতিমত পাতিলেবুতে সারা পৃথিবীর ম্যাপ একে প্রশংসা কুড়িয়েছেন সকলের থেকে। তারিখ সৃজনশীল ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।