TRENDING:

শহরজুড়ে ডাস্টবিন থাকলেও রাস্তায় আবর্জনা! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি 'এই' পুরসভার, হয়ে যান সাবধান!

Last Updated:
গত বছর জুনে নবান্নে রাজ্যের পুরপ্রধানদের সঙ্গে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রকাশিত এক তালিকায় রাজ্যের সবচেয়ে অপরিচ্ছন্ন তিনটি পৌরসভার মধ্যে এই পৌরসভার নাম উঠে আসে
advertisement
1/6
শহরজুড়ে ডাস্টবিন থাকলেও রাস্তায় আবর্জনা! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি 'এই' পুরসভার
<strong>সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ</strong> বীরভূমের সিউড়ি শহরের প্রতিটি মোড়, পাড়া এবং গলিতে এখন ডাস্টবিনের অভাব নেই। পৌরসভার উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে নীল ও সবুজ ডাস্টবিন। তবুও শহরবাসীর একাংশের যেন অভ্যাস বদলায়নি! ডাস্টবিন থাকা সত্ত্বেও নির্বিকারভাবে রাস্তাতেই ফেলা হচ্ছে আবর্জনা।
advertisement
2/6
শহরজুড়ে ডাস্টবিন থাকলেও রাস্তায় আবর্জনা! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি 'এই' পুরসভার
২০২৪ সালের জুন মাসে নবান্নে রাজ্যের পুরপ্রধানদের সঙ্গে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে প্রকাশিত হয় একটি তালিকা, যেখানে রাজ্যের সবচেয়ে অপরিচ্ছন্ন তিনটি পৌরসভার মধ্যে সিউড়ী পৌরসভার নাম উঠে আসে। এই লজ্জা ঘোচাতেই পৌরসভা তৎপর হয়ে ওঠে এবং শুরু হয় শহর পরিচ্ছন্নতার ব্যাপক অভিযান। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
3/6
পৌরসভার পক্ষ থেকে শহরের প্রতিটি পাড়া-মহল্লায় বসানো হয়েছে গারবেজ ভ্যান ও ডাস্টবিন। বাড়ি বাড়ি দেওয়া হয়েছে দু'টি করে আলাদা ডাস্টবিন-নীল শুকনো আবর্জনার জন্য এবং সবুজ ভেজা আবর্জনার জন্য। সেইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে শুরু হয়েছে প্রচার কার্যক্রম। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
4/6
এত ব্যবস্থা নেওয়ার পরেও শহরের বাসস্ট্যান্ড, জেলখানা মোড়, চাঁদনী পাড়া সহ একাধিক এলাকায় রাস্তাতেই ফেলা হচ্ছে আবর্জনা। এর ফলে নোংরা হচ্ছে পরিবেশ, দুর্গন্ধে নাকাল পথচারীরা। কিছু মানুষের এহেন কার্যকলাপ এখন সিউড়ী পৌরসভার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
5/6
পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 'শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রচুর ডাস্টবিন বসানো হয়েছে। এমনকি বাড়ি বাড়ি নীল-সবুজ ডাস্টবিন দেওয়া হয়েছে। তবুও যদি মানুষ সচেতন না হন, তবে পৌরসভা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে'। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
6/6
সূত্রের খবর, পৌরসভা খুব শিগগিরই নজরদারি ক্যামেরা বসানো, জরিমানা আদায় এবং মোবাইল টিম মোতায়েনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শহরজুড়ে ডাস্টবিন থাকলেও রাস্তায় আবর্জনা! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি 'এই' পুরসভার, হয়ে যান সাবধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল