Gangasagar: তারাপীঠে গঙ্গাসাগরের জল! সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Gangasagar: মকর সংক্রান্তিতে মঙ্গল কামনায় পূণ্যতীর্থ গঙ্গাসাগরে ডুব স্নানে পূণ্যার্থীদের ভিড় রুখতে নয়া উদ্যোগ নিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/5

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঙ্গাসাগরের (Gangasagar) জল পৌঁছল তাড়াপীঠে। মকর সংক্রান্তিতে মঙ্গল কামনায় পূণ্যতীর্থ গঙ্গাসাগরে ডুব স্নানে পূণ্যার্থীদের ভিড় রুখতে নয়া উদ্যোগ নিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
2/5
করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন গঙ্গাসাগরের পূণ্য বারি। শুক্রবার সকালে এসে পৌঁছল গঙ্গাসাগর-বারি ভর্তি বিশালাকার পিতল রংয়ের ফাইবারের একটি তাম্বুলকুন্ড। যার ভিতরে রয়েছে ১০০ লিটার পবিত্র গঙ্গাসাগরের পুণ্য বারি। (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
3/5
গঙ্গাসাগর থেকে বিশেষ ট্রেনে এই জল আনা হয়। তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা শুক্রবার সকালে এই পবিত্র গঙ্গার জল পেয়ে আপ্লুত। শুক্রবার সকালে রামপুরহাট মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট রণজিৎ হালদার পৌঁছে যান তারাপীঠ মন্দিরে। সেখানে মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হয় এই পবিত্র জল। (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
4/5
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, তারাপীঠ মন্দির থেকে এই জল সংগ্রহ করতে পারবেন পুণ্যার্থীরা। বাড়িতে বসে সেরে নিতে পারবেন গঙ্গাসাগরের স্নান। (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
advertisement
5/5
সকল সেবায়েতরা এই পুণ্যস্নানের জল মাথায় নেন ও মা তারাকে এই পুণ্যস্নানের জল দিয়ে স্নান করানো হবে। করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারাপীঠ মন্দিরের কর্মকর্তারা। (তথ্য ও ছবি: অক্ষয় ধীবর)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar: তারাপীঠে গঙ্গাসাগরের জল! সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর