TRENDING:

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে নজরদারি তুঙ্গে! তবু এড়ানো যাচ্ছে না সংক্রমণের ঝুঁকি...

Last Updated:
Gangasagar Mela: করোনা সম্বন্ধে জিজ্ঞাসা করতেই পরিষ্কার উত্তর দিলেন, - করোনা নাকি ওদের ছুঁতে পারে না।
advertisement
1/8
গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে নজরদারি তুঙ্গে! তবু এড়ানো যাচ্ছে না সংক্রমণের ঝুঁকি...
এবারের গঙ্গাসাগর স্নানযাত্রায় ততটা খুশি নন ভিন রাজ্য থেকে আসা সাধু-সন্তরা। যারা সারা বছর নানা তীর্থস্থানে ঘুরে ঘুরে কপিলমুনির উদ্দেশ্যে গঙ্গাসাগরে ডুব দিতে আসেন তাঁদের মুখ ম্লান।বাবুঘাটে গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের তাঁবুতে গেলে দেখা গেল তারা আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন।
advertisement
2/8
ভবঘুরে চরণ, বাউন্ডুলে মন সাধু বানিয়ে তোলে মানুষগুলোকে। তারা আজ রীতি এবং বিধিতে বিদ্ধ। বাবুঘাটে গিয়ে দেখা গেল প্রচুর সাধু রয়েছেন,যারা সারা গায়ে ছাই ভস্ম মেখে বসে রয়েছেন। গাঁজা সেবন করছেন। সেই মানুষগুলোকে করোনা সম্বন্ধে জিজ্ঞাসা করতেই পরিষ্কার উত্তর দিলেন, - করোনা নাকি ওদের ছুঁতে পারে না।
advertisement
3/8
কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রতিমুহূর্তে বাবুঘাটে বিভিন্ন জায়গায় সাধুদের মাক্স পড়তে বাধ্য করছে। সঙ্গে কারও যদি কোনভাবে জ্বর থেকে আরম্ভ করে কোন উপসর্গ থাকে তাকে চিকিৎসা করানো থেকে আরম্ভ করে সমস্ত কিছুর দিকে নজর রেখেছে পুলিশ।
advertisement
4/8
ট্রেনে করে দীর্ঘপথ সওয়ারি করে সাধুরা গাদাগাদি করে এখানে উপস্থিত হয়েছে। সকাল থেকে দেখা গেল সাধুদের করোনা পরীক্ষার জন্য লম্বা লাইন। গিয়ে দেখা গেল সকাল থেকে বেলা একটা পর্যন্ত যে কজন সাধুর পরীক্ষা হয়েছে তার মধ্যে একজন করোনা পজিটিভ।
advertisement
5/8
গিয়ে দেখা গেল সকাল থেকে বেলা একটা পর্যন্ত যে কজন সাধুর পরীক্ষা হয়েছে তার মধ্যে একজন করোনা পজিটিভ।
advertisement
6/8
মেলা প্রাঙ্গণে গিয়ে লক্ষ করা গেল ওখানে সাধু অর্থে যারা রয়েছেন তাঁদের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। কেউ আছেন একেবারে গৃহহীন সন্ন্যাসী আবার এই রকম প্রচুর গেরুয়া বসনধারী সাধু রয়েছেন যারা গার্হস্থ্য জীবন এবং এই মেলা থেকে ফিরে গিয়ে সাধারণ এলাকাতে বসবাস করেন।এদের মধ্যেই করোনা সংক্রমনের সম্ভাবনা বেশি।
advertisement
7/8
 কিন্তু যারা গৃহত্যাগী সাধু তাদের মধ্যে উপসর্গ নেই বললেই চলে। আর কিছু রয়েছেন যাঁরা সাধুদের বিভিন্ন নেশা দ্রব্য বিক্রি করতে আসছেন। সাধুদের তাঁবুতে বসে থাকছেন অনেকক্ষণ।
advertisement
8/8
সেই মানুষগুলোর সংস্পর্শে আসার পরে, করোনার সম্ভাবনা অনেকটাই বেশি হচ্ছে, বলে দাবি সাধুদের একাংশের।  তবে এবারের গঙ্গাসাগরের দর্শনার্থী কিম্বা শরণার্থীদের জন্য যে বেশ কঠিন। সেটা বুঝেছেন অনেকেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে নজরদারি তুঙ্গে! তবু এড়ানো যাচ্ছে না সংক্রমণের ঝুঁকি...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল