সাগরমেলা নিয়ে একগুচ্ছ পরিকল্পনা, মেলার চমক ড্রোন শো! সেতু নির্মাণ শুরু কবে? বিশেষ বার্তা দিল জেলা প্রশাসন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
সাগরমেলা নিয়ে এবার একগুচ্ছ পরিকল্পনা নিল প্রশাসন। এবার মেলার চমক হিসাবে থাকবে ড্রোন শো। এরসঙ্গে সেতু নির্মাণের আনুষ্ঠানিক দিন ঘোষণাও শোনা যেতে পারে।
advertisement
1/6

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা: সাগরমেলা নিয়ে এবার একগুচ্ছ পরিকল্পনা নিল প্রশাসন। এবার মেলার চমক হিসাবে থাকবে ড্রোন শো। এরসঙ্গে সেতু নির্মাণের আনুষ্ঠানিক দিন ঘোষণাও শোনা যেতে পারে।
advertisement
2/6
দরপত্র সংক্রান্ত কিছু ইস্যুতে আটকে ছিল সেতু নির্মাণের কাজ। সেই সমস্যা মিটেছে বর্তমানে। প্রথমবার দরপত্র ডেকে সাড়া না পাওয়ায় পুনরায় একই উদ্যোগ নেয় পূর্তদফতর। এবার আর কোনও সমস্যা হয়নি। চূড়ান্ত হয়েছে নির্মাণকারী সংস্থা।
advertisement
3/6
কাজের দায়িত্ব পেয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো(এলঅ্যান্ডটি)। ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের দিন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
গোটা এশিয়ায় এটি একটি নজিরবিহীন স্থাপত্য হিসেবে গড়ে উঠবে বলেই মত ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের। অপরদিকে কপিলমুনির মন্দিরের কাহিনি বলতে ড্রোন শো করার ভাবনা নিয়েছে প্রশাসন।
advertisement
5/6
ড্রোন-শোয়ের মাধ্যমে কপিলমুনির মন্দিরের বিবর্তনের কাহিনি, গঙ্গাসাগর মেলার ইতিহাসের গল্প-সহ নানা বিষয় দেখানো হবে। এর জন্য ৪০০ থেকে ৫০০টি ড্রোন লাগবে।
advertisement
6/6
প্রতিবছরই পুণ্যার্থীদের জন্য কিছু না কিছু নতুন প্রকল্প নিয়ে থাকে জেলা প্রশাসন। এবার সেজন্য প্রযুক্তির সাহায্যে ড্রোন শোয়ের পরিকল্পনা নিয়েছে তারা। জানা গিয়েছে, পাঁচ মিনিট ধরে ওই ড্রোন শো দেখানো হবে। একটি শো শেষ হওয়ার কিছুক্ষণ বাদে আবার তা চালু হবে। এখন বিষয়বস্তুর বিবরণ তৈরির কাজ চলছে। এই শো চালু হলে সাগর মেলা এবছর একটি নজির সৃষ্টি করবে বলে মত সকলের।নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সাগরমেলা নিয়ে একগুচ্ছ পরিকল্পনা, মেলার চমক ড্রোন শো! সেতু নির্মাণ শুরু কবে? বিশেষ বার্তা দিল জেলা প্রশাসন