TRENDING:

গঙ্গাসাগর মেলায় যেতে চান? পুণ্যার্থীদের সুবিধার জন্য ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা শিয়ালদহ ও হাওড়া থেকে!

Last Updated:
গঙ্গাসাগর মেলা ২০২৬-কে সুশৃঙ্খল ও সফল করতে এবং পুণ্যার্থীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল সর্বতোভাবে প্রস্তুত—এমনটাই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
advertisement
1/7
গঙ্গাসাগর মেলায় যেতে চান? পুণ্যার্থীদের সুবিধার জন্য ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা জেনে নিন!
মকর সংক্রান্তির পবিত্র তিথিতে প্রতি বছর সাগরদ্বীপে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে পবিত্র স্নান ও পূণ্যলাভের আশায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এই সময় সাগরদ্বীপে পৌঁছন। বছরের বাকি সময় শান্ত থাকা এই দ্বীপ মেলা চলাকালীন রূপ নেয় এক প্রাণবন্ত ‘মিনি-ইন্ডিয়া’-তে, যেখানে নানা ভাষা, সংস্কৃতি ও অঞ্চলের মানুষ এক অভিন্ন আধ্যাত্মিক লক্ষ্যে একত্রিত হন।
advertisement
2/7
এই বিপুল যাত্রীচাপ সামাল দিতে এবং যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব রেল একাধিক বিস্তৃত ব্যবস্থা গ্রহণ করেছে। কলকাতা, হাওড়া ও শিয়ালদহ হয়ে কাকদ্বীপ ও নামখানা স্টেশনের মাধ্যমে সাগরদ্বীপগামী পুণ্যার্থীদের সুবিধার্থে অতিরিক্ত পরিকাঠামো, পরিষেবা ও বিশেষ ট্রেন চালানো হবে। এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, যা মেলার সর্বাধিক ভিড়ের সময়কালকে অন্তর্ভুক্ত করছে।
advertisement
3/7
রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া ও শিয়ালদহ স্টেশন, মেট্রো প্রবেশপথ, নামখানা ও কাকদ্বীপসহ পুণ্যার্থীদের অধিক সমাগম প্রত্যাশিত এলাকায় ২৪ ঘণ্টা রেলওয়ে হেল্প বুথ ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। যাত্রীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শিয়ালদহ, হাওড়া, নামখানা ও কাকদ্বীপসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বিশেষ পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থাও নেওয়া হয়েছে।
advertisement
4/7
মেলা চলাকালীন যাতায়াত আরও সহজ করতে হাওড়া ও শিয়ালদহের মধ্যে কলকাতা মেট্রোর অতিরিক্ত পরিষেবা চালু থাকবে। এর ফলে হাওড়ায় আগত পুণ্যার্থীরা অল্প সময়ের মধ্যেই শিয়ালদহ পৌঁছে নামখানা ও কাকদ্বীপগামী ট্রেনে উঠতে পারবেন। পাশাপাশি যাত্রীচাপ অনুযায়ী শিয়ালদহ থেকে নামখানা ও কাকদ্বীপ অভিমুখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/7
টিকিট কাটার ভিড় কমাতে শিয়ালদহ, হাওড়া, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। একই সঙ্গে বিবিডি বাগ, ইডেন গার্ডেন্স ও প্রিন্সেপ ঘাট স্টেশনে হ্যান্ডহেল্ড টিকিটিং টার্মিনাল রাখা হবে। সড়কপথে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে বাবুঘাট বাস স্ট্যান্ডেও একটি হ্যান্ডহেল্ড টিকিটিং টার্মিনাল মোতায়েন করা হবে।
advertisement
6/7
নিরাপত্তার দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্টেশন ও যাত্রীসমাগমপূর্ণ এলাকায় পর্যাপ্ত আরপিএফ কর্মী মোতায়েনের পাশাপাশি সিসিটিভি নজরদারি চালু থাকবে। পুণ্যার্থীদের দিকনির্দেশের জন্য প্রধান স্টেশনগুলিতে স্পষ্ট সাইনেজ বসানো হবে এবং যাত্রীদের সুবিধার্থে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নিয়মিত ঘোষণা করা হবে।
advertisement
7/7
এ ছাড়াও শিয়ালদহ, হাওড়া, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, মেডিক্যাল বুথ, হুইলচেয়ার ও স্ট্রেচারের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া যায়। রেল আধিকারিকরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
গঙ্গাসাগর মেলায় যেতে চান? পুণ্যার্থীদের সুবিধার জন্য ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা শিয়ালদহ ও হাওড়া থেকে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল