গঙ্গাসাগর মেলায় যেতে চান? পুণ্যার্থীদের সুবিধার জন্য ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা শিয়ালদহ ও হাওড়া থেকে!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Tias Banerjee
Last Updated:
গঙ্গাসাগর মেলা ২০২৬-কে সুশৃঙ্খল ও সফল করতে এবং পুণ্যার্থীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল সর্বতোভাবে প্রস্তুত—এমনটাই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
advertisement
1/7

মকর সংক্রান্তির পবিত্র তিথিতে প্রতি বছর সাগরদ্বীপে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে পবিত্র স্নান ও পূণ্যলাভের আশায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এই সময় সাগরদ্বীপে পৌঁছন। বছরের বাকি সময় শান্ত থাকা এই দ্বীপ মেলা চলাকালীন রূপ নেয় এক প্রাণবন্ত ‘মিনি-ইন্ডিয়া’-তে, যেখানে নানা ভাষা, সংস্কৃতি ও অঞ্চলের মানুষ এক অভিন্ন আধ্যাত্মিক লক্ষ্যে একত্রিত হন।
advertisement
2/7
এই বিপুল যাত্রীচাপ সামাল দিতে এবং যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব রেল একাধিক বিস্তৃত ব্যবস্থা গ্রহণ করেছে। কলকাতা, হাওড়া ও শিয়ালদহ হয়ে কাকদ্বীপ ও নামখানা স্টেশনের মাধ্যমে সাগরদ্বীপগামী পুণ্যার্থীদের সুবিধার্থে অতিরিক্ত পরিকাঠামো, পরিষেবা ও বিশেষ ট্রেন চালানো হবে। এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত, যা মেলার সর্বাধিক ভিড়ের সময়কালকে অন্তর্ভুক্ত করছে।
advertisement
3/7
রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া ও শিয়ালদহ স্টেশন, মেট্রো প্রবেশপথ, নামখানা ও কাকদ্বীপসহ পুণ্যার্থীদের অধিক সমাগম প্রত্যাশিত এলাকায় ২৪ ঘণ্টা রেলওয়ে হেল্প বুথ ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। যাত্রীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শিয়ালদহ, হাওড়া, নামখানা ও কাকদ্বীপসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বিশেষ পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থাও নেওয়া হয়েছে।
advertisement
4/7
মেলা চলাকালীন যাতায়াত আরও সহজ করতে হাওড়া ও শিয়ালদহের মধ্যে কলকাতা মেট্রোর অতিরিক্ত পরিষেবা চালু থাকবে। এর ফলে হাওড়ায় আগত পুণ্যার্থীরা অল্প সময়ের মধ্যেই শিয়ালদহ পৌঁছে নামখানা ও কাকদ্বীপগামী ট্রেনে উঠতে পারবেন। পাশাপাশি যাত্রীচাপ অনুযায়ী শিয়ালদহ থেকে নামখানা ও কাকদ্বীপ অভিমুখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/7
টিকিট কাটার ভিড় কমাতে শিয়ালদহ, হাওড়া, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। একই সঙ্গে বিবিডি বাগ, ইডেন গার্ডেন্স ও প্রিন্সেপ ঘাট স্টেশনে হ্যান্ডহেল্ড টিকিটিং টার্মিনাল রাখা হবে। সড়কপথে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে বাবুঘাট বাস স্ট্যান্ডেও একটি হ্যান্ডহেল্ড টিকিটিং টার্মিনাল মোতায়েন করা হবে।
advertisement
6/7
নিরাপত্তার দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্টেশন ও যাত্রীসমাগমপূর্ণ এলাকায় পর্যাপ্ত আরপিএফ কর্মী মোতায়েনের পাশাপাশি সিসিটিভি নজরদারি চালু থাকবে। পুণ্যার্থীদের দিকনির্দেশের জন্য প্রধান স্টেশনগুলিতে স্পষ্ট সাইনেজ বসানো হবে এবং যাত্রীদের সুবিধার্থে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নিয়মিত ঘোষণা করা হবে।
advertisement
7/7
এ ছাড়াও শিয়ালদহ, হাওড়া, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, মেডিক্যাল বুথ, হুইলচেয়ার ও স্ট্রেচারের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া যায়। রেল আধিকারিকরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
গঙ্গাসাগর মেলায় যেতে চান? পুণ্যার্থীদের সুবিধার জন্য ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা শিয়ালদহ ও হাওড়া থেকে!