Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে ‘বাফার জোন’! তীর্থযাত্রীদের জন্য এলাহি ব্যবস্থা হবে ডায়মন্ডহারবারে, বিনামূল্যে কী কী সুবিধা পাবেন?
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Gangasagar Mela 2026: সাগরের ভিড় সামলাতে ডায়মন্ডহারবারে বাফার জোন৷ এখানে থাকবে রাজকীয় ব্যবস্থা। গঙ্গাসাগর যাওয়ার পথে ভিন রাজ্যের তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য তৈরি হয়েছে এই বাফার জোন।
advertisement
1/6

<strong>ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> সাগরের ভিড় সামলাতে ডায়মন্ডহারবারে বাফার জোন৷ এখানে থাকবে রাজকীয় ব্যবস্থা। গঙ্গাসাগর যাওয়ার পথে ভিন রাজ্যের তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য তৈরি হয়েছে এই বাফার জোন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
ডায়মন্ডহারবার মহকুমার ফলতা, কুলপি ও ডায়মন্ড হারবার-১ ব্লকের মোটি ৮টি জায়গায় 'বাফার জোন' তৈরি হবে। মেলার আগে প্রত্যেক জায়গাতেই দ্রুততার কাজ চলছে। ফলতার বঙ্গনগর ও ফতেপুর শ্রীনাথ স্কুল মাঠে, ডায়মন্ড হারবারের কানপুর ধনবেড়িয়ার মাঠ এবং কুলপির ৫ টি জায়গায় 'বাফারজোন' তৈরির কাজ শুরু হয়েছে।
advertisement
3/6
প্রত্যেক জায়গাতেই তীর্থযাত্রীরা সেখানে বাস কিংবা গাড়ি রাখতে পারবেন। সেখানে বিনামূল্যে পানীয় জল, খাবার এবং শৌচাগারের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। তীর্থযাত্রীদের বিশ্রাম নেওয়ার পাশাপাশি রান্না করে খাওয়া দাওয়া করারও ব্যবস্থা থাকবে।
advertisement
4/6
বাসের পাশাপাশি, গাড়িও রাখা যাবে সেখানে। প্রত্যেকটি জায়গাতেই তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে লোকগানের অনুষ্ঠান থাকবে। এছাড়া বড়পর্দায় সাগরমেলা নিয়ে বিভিন্ন তথ্যচিত্র দেখানো হবে।
advertisement
5/6
অন্যদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের রাস্তার ধারে বেশ কয়েকটি জায়গায় জলসত্র ও 'মেডিক্যাল ক্যাম্প' বসানো হবে। ছোলা, বাতাসার পাশাপাশি, ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকবে।
advertisement
6/6
সাধুসন্ন্যাসীদের জন্য শীতবস্ত্র বিতরণেরও ব্যবস্থা করা হবে। তৃণমূলের কোঅর্ডিনেটর শামিম আহমেদ বলেন, 'প্রতিবারের মত সাংসদের নির্দেশে তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।' ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে ‘বাফার জোন’! তীর্থযাত্রীদের জন্য এলাহি ব্যবস্থা হবে ডায়মন্ডহারবারে, বিনামূল্যে কী কী সুবিধা পাবেন?