Gangasagar Mela 2026: ১২৬ ট্রেন, ৭ স্যাটেলাইট...! চমকে ভরা এবারের গঙ্গাসাগর মেলা, পূণ্যার্থীদের 'খাতিরে' এলাহি আয়োজন প্রশাসনের
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Gangasagar Mela 2026: ২০২৬ এর গঙ্গাসাগর মেলা হয়ে উঠতে চলেছে প্রযুক্তি নির্ভর। সাতটি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ)-সহ ইসরোর প্রযুক্তিতে নজরদারি চালানো হবে এবার। এবছর এক কোটির বেশি পূণ্যার্থী আসতে পারেন মেলায় সেই জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে।
advertisement
1/5

২০২৬ এর গঙ্গাসাগর মেলা হয়ে উঠতে চলেছে প্রযুক্তি নির্ভর। সাতটি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ)-সহ ইসরোর প্রযুক্তিতে নজরদারি চালানো হবে এবার। এবছর এক কোটির বেশি পূণ্যার্থী আসতে পারেন মেলায় সেই জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
রেলের পক্ষ থেকে ১২৬টি স্পেশ্যাল ট্রেন শিয়ালদহ ডিভিশনে দেওয়া হচ্ছে। ১২০০-র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে গোটা এলাকায়। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। ব্যবহার করা হবে থার্মাল-ইমেজিং ড্রোন।
advertisement
3/5
প্রচুর মানুষের ভিড় সামলাতে, ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর 'নেভি সি' প্রযুক্তি ব্যবহার করা হবে। সাতটি স্যাটেলাইট এবং একাধিক কেন্দ্রের নেটওয়ার্কের হাত ধরে নিখুঁত তথ্য ও সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।
advertisement
4/5
পূণ্যার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত সহায়তার জন্য ১০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। ২৫০০ সিভিল ডিফেন্স কর্মী, কুইক রেসপন্স টিম (কিউআরটি), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত থাকছে।
advertisement
5/5
পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ৫৪ কিলোমিটারের মতো অংশ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মোট ২১টি জেটি চালু থাকবে। আট নম্বর লট এবং নামখানায় ১০০টি লঞ্চ, ৪৫টি ভেসেল এবং ১৩টি বার্জ থাকছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2026: ১২৬ ট্রেন, ৭ স্যাটেলাইট...! চমকে ভরা এবারের গঙ্গাসাগর মেলা, পূণ্যার্থীদের 'খাতিরে' এলাহি আয়োজন প্রশাসনের