Gangasagar Mela 2024: নিকষ রাতে অগণিত প্রদীপ! গঙ্গাসাগর সৈকত আলোকিত আরতির ছটায়, দেখুন ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gangasagar Mela 2024: ঠিক যেমন হয় বেনারসে কিংবা হরিদ্বারে , তেমনই গঙ্গারতি এবার সাগরেও। সঙ্গে বিভিন্ন
advertisement
1/6

ঠিক যেমন হয় বেনারসে কিংবা হরিদ্বারে , তেমনই গঙ্গারতি এবার সাগরেও। সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠানও। মেগা ইভেন্টের সাক্ষী থাকলেন তীর্থযাত্রীরা।
advertisement
2/6
১৫ জানুয়ারি সোমবার পূণ্যস্নান। পূর্ণ্যার্থীদের ঢল নেমেছে কপিলমুনি আশ্রমে। জমজমাট মেলা প্রাঙ্গন।সারা দেশ থেকে আসা পুণ্যার্থীরা ভিড় করে রেখেছেন গঙ্গাসাগরের তীর। যেন এক টুকরো ভারত।
advertisement
3/6
শনিবার সন্ধ্যা ৬ টায় কপিলমুণির আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সাগর তীরে পৌঁছান হাজার হাজার মানুষ।মেলায় ও পুণ্যস্নানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ।
advertisement
4/6
পাশাপাশি সাগরে পূণ্য স্নানে দুর্ঘটনা এড়াতে মোতায়েন এনডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।
advertisement
5/6
পুণ্যস্নান উপলক্ষ্যে যেমন আলোয় উদ্ভাসিত কপিলমুনির আশ্রম, তেমনি মহাসাগর আরতি।
advertisement
6/6
ক'দিন হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও সংক্রান্তির শেষ লগ্নে পারদপতন যেন মকর সংক্রান্তির আমেজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2024: নিকষ রাতে অগণিত প্রদীপ! গঙ্গাসাগর সৈকত আলোকিত আরতির ছটায়, দেখুন ছবি