Gangasagar Mela 2024: ‘গঙ্গাসাগর একবার’! পূণ্যার্থীদের ঢল, নানা রঙে মিলেমিশে একাকার সাগর, দেখুন ছবি
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৪।শুরু থেকেই সাগরমেলা বর্ণময় রূপে ফুটে উঠেছে সকলের কাছে। এবছর সেজন্য প্রকৃত অর্থেই মিলনমেলায় পরিণত হয়েছে এই মেলা।
advertisement
1/6

শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৪।শুরু থেকেই সাগরমেলা বর্ণময় রূপে ফুটে উঠেছে সকলের কাছে। এবছর সেজন্য প্রকৃত অর্থেই মিলনমেলায় পরিণত হয়েছে এই মেলা।
advertisement
2/6
উদ্বোধনের পর থেকে পূণ্যার্থীদের ঢল নেমেছে সাগরে। ইতিমধ্যে ৪৫ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন। এই সংখ্যা মেলার শেষ দিন পর্যন্ত কোথাও দাঁড়ায় সেটাই দেখার।
advertisement
3/6
এই মেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে কোনো আয়োজনের খামতি রাখেনি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও রাজ্য সরকার। মেলা উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে মহা সাগর আরতি।
advertisement
4/6
শুধুমাত্র আমাদের দেশের পূণ্যার্থীরা নয় গঙ্গাসাগরে এবছর ভিড় জমিয়েছেন বিদেশিরাও। সাগরমেলার বিপুল জনস্রোতে মিশে গিয়েছেন তাঁরা। অংশ নিয়েছেন সাগর কীর্তণে।
advertisement
5/6
সাগরমেলায় ডুব দিয়ে পূণ্যঅর্জনের পর অবশিষ্ট সময়ে পূণ্যার্থীরা একাধিক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। যা তাদের কাছে বাড়তি পাওনা।
advertisement
6/6
২০২৪ এর গঙ্গাসাগর মেলার পূণ্যস্নান আগামীকাল। সেজন্য হাতে রয়েছে আর মাত্র একটি দিন। সেজন্য সমস্ত কাজ ফেলে বর্ণময় এই মেলায় অংশ নিতে চলে আসুন আপনিও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2024: ‘গঙ্গাসাগর একবার’! পূণ্যার্থীদের ঢল, নানা রঙে মিলেমিশে একাকার সাগর, দেখুন ছবি