Gangasagar 2022: 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'! মেলার শুভসূচনা, ছবিতে ঘুরে দেখুন সাগরদ্বীপ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছেন কয়েক হাজার পূণ্যার্থী। দেখুন দারুন সব ছবি।
advertisement
1/5

সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে আপনি একাধিকবার যেতে চাইলেও ক্ষতি নেই। করোনা পরিস্থিতিতে এবার গঙ্গাসাগর মেলার ভবিষ্যত্ অনিশ্চিত ছিল। তবে আদালত অনুমতি দিতেই যেন সাগরদ্বীপে খুশির বাতাস।
advertisement
2/5
করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022)। তাই একাধিক নতুন নির্দেশিকা দিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিকে আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কমিটিতে ছিলেন, সেই নজরদারি কমিটিও ভেঙে দিয়েছে আদালত।
advertisement
3/5
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, করোনার দুটি নেওয়া টিকা থাকলে এবং ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে সাগর দ্বীপে প্রবেশ করতে পারবেন তীর্থযাত্রীরা। সাগরে ঢোকার মুখে তীর্থযাত্রীদের এই দুই বিষয়ের নথি পরীক্ষা করা হবে। তার পরই মিলতে পারে ছাড়পত্র।
advertisement
4/5
দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা ২০২২ শুভ সূচনা করেন জেলাশাসক পি. উলগানাথন।
advertisement
5/5
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার শুভসূচনা করা হয়। মেলা উপলক্ষে ইতিমধ্যে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন কয়েক হাজার পূণ্যার্থী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar 2022: 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'! মেলার শুভসূচনা, ছবিতে ঘুরে দেখুন সাগরদ্বীপ