TRENDING:

নিম্নচাপের সঙ্গে অমাবস্যার জোড়া ফলা! ঢেউয়ের দাপটে কপিলমুনি আশ্রমের সমুদ্রতট ভেঙেচুরে একাকার! কী পরিস্থিতি গঙ্গাসাগরে?

Last Updated:
নিম্নচাপ ও অমাবস্যার জোড়া ফলায় নদী ও সমুদ্র উত্তাল। জল বেড়েছে অনেকটাই। তার প্রভাব পড়েছে কপিলমুনি আশ্রমের সামনের সমুদ্রতটে।
advertisement
1/6
নিম্নচাপের সঙ্গে অমাবস্যার জোড়া ফলা! ঢেউয়ের দাপটে কপিলমুনি আশ্রম ক্ষতিগ্রস্ত
<strong>কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনার, নবাব মল্লিক:</strong> কপিলমুনি আশ্রমের সামনে ভাঙছে সমুদ্রসৈকত। নিম্নচাপ ও অমাবস্যার জোড়া ফলায় নদী ও সমুদ্র উত্তাল। জল বেড়েছে অনেকটাই। তার প্রভাব পড়েছে কপিলমুনি আশ্রমের সামনের সমুদ্রতটে।
advertisement
2/6
তট বরাবর যে রাস্তা রয়েছে সেটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন কোনোভাবেই আটকানো যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হয়েছে। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
3/6
পর্যটক ও পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করে মাইকে প্রচার করা হচ্ছে।বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং অমাবস্যার জোড়া ফলায় উত্তাল গঙ্গাসাগরের সমুদ্র। ফলে সতর্ক করা হচ্ছে। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
4/6
এ দিকে জল বেড়েছে হুগলি নদীতেও। ফলতার কাছে নদীর জল অনেকটাই বেড়েছে। কৌশিকি অমাবস্যার জেরে এই ঘটনা ঘটেছে। তার উপর ভারী বৃষ্টি চলছে এলাকায়। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
5/6
প্রশাসনের তরফে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ সকাল থেকেও চলছে বৃষ্টি এবং কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। (ছবি ও তথ্যঃ নবাব মল্লিক)
advertisement
6/6
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ আরও ঘনীভূত হয়েছে। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে। উত্তাল থাকবে সমুদ্র এবং নদী। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নিম্নচাপের সঙ্গে অমাবস্যার জোড়া ফলা! ঢেউয়ের দাপটে কপিলমুনি আশ্রমের সমুদ্রতট ভেঙেচুরে একাকার! কী পরিস্থিতি গঙ্গাসাগরে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল