Gangasagar Cruise: নামমাত্র টাকায় গঙ্গাসাগর যান ক্রুজে! এইটুকু খরচে রাজকীয় আয়োজন, দেখুন কোথায় পাবেন
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Gangasagar Cruise: পর্যটকদের কাছে গঙ্গাসাগর যাত্রা আরও আকর্ষণীয় করে তুলতে এবার ক্রুজ পরিষেবা চালু করা হয়েছে।
advertisement
1/5

কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগর যাওয়ার যাত্রাপথ সহজ ছিলনা কখনই। তবে এবার গঙ্গাসাগর যাত্রা আরও সহজ হয়ে উঠেছে। চালু হয়েছে ক্রুজ পরিষেবা। ডায়মন্ডহারবার পৌরসভার উদ্যোগে এই পরিষেবা শুরু হয়েছে।
advertisement
2/5
পর্যটকদের কাছে গঙ্গাসাগর যাত্রা আরও আকর্ষণীয় করে তুলতে এবার ক্রুজ পরিষেবা চালু করা হয়েছে। এখন থেকে মাত্র দেড় ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে। ক্রুজের মধ্যে রয়েছে শীততাপ নিয়ন্ত্রণ কেবিন। যাওয়া এবং আসার জন্য আলাদা আলাদা করেও বুকিং করতে পারবেন পর্যটকরা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট কাটার সুযোগ থাকছে। আপতত সপ্তাহে তিন দিন শুক্র, শনি ও রবিবার এই পরিষেবা চালু থাকবে।
advertisement
3/5
ডায়মন্ড হারবারের পোর্ট ট্রাস্টের জেটি থেকে হুগলি নদী ধরে ক্রুজটি যাবে সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটে। একই পথে আবার ফিরেও আসবে। গঙ্গাসাগর মেলার আগে এই ক্রুজ পরিষেবা চালু হওয়ায় সাগরদ্বীপ যাত্রা যেন হাতের মুঠোয় চলে এসেছে।
advertisement
4/5
এই ক্রুজ পরিষেবার দায়িত্বে থাকা 'অসপ্রে ওয়াটার ওয়েস' সংস্থার ওয়েবসাইটে গিয়ে আপনি টিকিট বুক করতে পারেন। শুক্র, শনি ও রবিবার সকাল সাড়ে ৯ টা থেকে ডায়মন্ডহারবার জেটিঘাট হয়ে রওয়ানা দেবে ক্রুজ।
advertisement
5/5
বিকাল সাড়ে ৪ টে নাগাদ আবার কচুবেড়িয়া থেকে ডায়মন্ডহারবার ফিরে আসবে সেটি। এই ক্রুজের ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবার ভাড়া থাকবে যথাক্রমে ৫৩০ এবং ৬৩০ টাকা। তবে সঙ্গে যদি জলখাবার খেতে চান অতিরিক্ত ৯৯ টাকা দিতে হবে। তাহলে আর অপেক্ষা কিসের বিলাসবহুল ক্রুজেঘুরে আসুন গঙ্গাসাগরে। (নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gangasagar Cruise: নামমাত্র টাকায় গঙ্গাসাগর যান ক্রুজে! এইটুকু খরচে রাজকীয় আয়োজন, দেখুন কোথায় পাবেন