রাতে মেঠো ইদুঁর ভেবে ভুল করেছিলেন সকলে, সকালে দেখা গেল বিশাল সজারু ঘুরছে এলাকায়! গলসীতে তুুমুল হইচই
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Big Porcupine Rescue : প্রথমে মেঠো ইঁদুর ভেবেছিলেন গ্রামবাসীরা,পরে গলসীর লোকালয় থেকে উদ্ধার বিশাল আকারের সজারু।
advertisement
1/5

প্রথমে মেঠো ইঁদুর ভেবেছিলেন গ্রামবাসীরা, পরে একেবারে লোকালয় থেকে পুর্ণবয়স্ক এই প্রাণী উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায় গলসীতে। প্রথমে প্রানীটিকে দেখে চিনতেই পারেননি গ্রামবাসীরা। কারণ এত বড় এই প্রাণী আগে লোকালয়ে দেখেননি তারা। (ছবি ও তথ্য: সায়নী সরকার<strong>)</strong>
advertisement
2/5
গলসীর ভাসাপুর গ্রাম থেকে উদ্ধার হল একটি প্রাপ্ত বয়স্ক সজারু। বুধবার রাতেই বাগদি পাড়া সংলগ্ন গোরস্থানের কাছে প্রানীটিকে ঘুরতে দেখেন স্থানীয়রা।প্রথমে তারা মনে করেছিলেন এটি হয়ত মেঠো ইঁদুর। এরপর ফের সকালে গ্রামেরই চকপুলের কাছে একটি ঝোপের মধ্যে আবারও প্রাণীটিকে দখতে পান।দেখার পরই গ্রামবাসীদের একাংশ প্রাণীটিকে ধরতেই দেখেন এটি একটি পুর্ণবয়স্ক সজারু।
advertisement
3/5
এরপর গ্রামবাসীরা খবর দেন পুলিশে। পুলিশ বন দফতরকে খবর দিলে তৎক্ষনাৎ ঘটনাস্থলে আসেন বন কর্মীরা। তারা সজারুটিকে উদ্ধার করে পানাগড় রেঞ্চ হাউসে নিয়ে যান।
advertisement
4/5
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ণবয়স্ক সজারুটি লম্বায় প্রায় ২৫ ইঞ্চি ও সজারুটির ওজন প্রায় ১০ কেজি। সাধারণত এত বড় ধরনের সজারু এলাকায় কমই আছে। খাবারের সন্ধানেই হয়ত সজারুটি লোকালয়ে চলে আসে বলে অনুমান।
advertisement
5/5
স্থানীয় বনসহায়ক সামিম আনসারী জানান, চিকিৎসার পর সজারুটিকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হবে। লোকালয় সাধারণত এত বড় সজারু দেখা যায় না। সম্ভবত খাবারের সন্ধানেই লোকালয়ে চলে এসেছিল সজারুটি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
রাতে মেঠো ইদুঁর ভেবে ভুল করেছিলেন সকলে, সকালে দেখা গেল বিশাল সজারু ঘুরছে এলাকায়! গলসীতে তুুমুল হইচই