Gajan Festival: মুখে রং মেখে সং সাজা! গাজন উৎসবের প্রাচীন রীতি আজও রয়েছে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Gajan Festival: গাজন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় মুখে কালী থেকে শিব, দেবদেবীর রূপে মেকআপ করা চলছে। গ্রাম বাংলার এই উৎসবে সামিল হন বহু মানুষ
advertisement
1/7

চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে গাজন উদযাপন হয়। বহু প্রাচীন উৎসবটি লেখক ও নাট্যকার কালীপ্রসন্ন সিংহের রচনায় উল্লেখ পাওয়া যায়, যিনি গ্রাম বাংলায় তাঁর রচনার জন্য পরিচিত ছিলেন।
advertisement
2/7
গাজন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় কালী, শিব সহ বিভিন্ন রূপে সং সাজেন ভক্তরা।
advertisement
3/7
ঢাকের বাদ্যি, ভোলা মহেশ্বরের নামে সন্ন্যাসীদের গর্জন ও গাজনগীতিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। বাঙালি মেতে ওঠে গাজন উৎসবে।
advertisement
4/7
গাজন উৎসবে ধর্মরাজ বা যমরাজ পূজিত হন।
advertisement
5/7
গাজন উৎসব ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে উদযাপিত একটি লোক উৎসব। এই উৎসব শিব, মনসা ও ধর্মরাজ ঠাকুরের পুজো কেন্দ্রিক হয়।
advertisement
6/7
চৈত্র সংক্রান্তির গাজনে কালীর নাচও একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। আর ধর্মের গাজনের বা ধর্ম ঠাকুরের গাজনের বিশেষ অঙ্গ হল নরমুণ্ড শব নিয়ে নাচ।
advertisement
7/7
প্রাচীনকাল থেকেই রাঢ়বঙ্গের শৈব-সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন। গাজন কথাটির মানে হল, গাঁ বা গ্রাম এবং জন বা জনগণ। অর্থাৎ গাজন হল গ্রামের জনগণের নিজস্ব উৎসব।