মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে অসুস্থ মৎস্যজীবী, পরিস্থিতি ভয়ঙ্কর হতেই...! শেষমেশ ঘটল স্যালুট জানানোর মত ঘটনা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
মাঝ সমুদ্রে অসুস্থ হয়ে পড়ল এক মৎস্যজীবী। আর তারপর কী করা হবে ভেবে কোনও কূলকিনারা পাচ্ছিলেন না অন্য সাথী মৎস্যজীবীরা। শেষে তাদের সাহায্যে হাত বাড়াল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা।
advertisement
1/6

মাঝ সমুদ্রে অসুস্থ হয়ে পড়ল এক মৎস্যজীবী। আর তারপর কী করা হবে ভেবে কোনও কূলকিনারা পাচ্ছিলেন না অন্য সাথী মৎস্যজীবীরা। শেষে তাদের সাহায্যে হাত বাড়াল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা।
advertisement
2/6
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার দ্রুততম এফআইবি বোট দিয়ে মৎস্যজীবীকে উদ্ধার করে তীরে আনা হয়। গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা।
advertisement
3/6
সূত্রের খবর, হংসারাজ নামের একটি ট্রলার ১২ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সমর মন্ডল নামের এক মৎস্যজীবী। আর তার পর ধীরে ধীরে তিনি সম্পূর্ণভাবে জ্ঞান হারান।
advertisement
4/6
এদিকে ওই মৎস্যজীবীর নড়াচড়া না করায় আতঙ্কিত হয়ে পড়েন অন্য মৎস্যজীবীরা। এরপর দ্রুত তাঁরা ওয়ারলেস সিস্টেমে উপকূলে খবর পাঠায়। এরপর মাঠে নামে ফ্রেজারগঞ্জ উপকূল থানা।
advertisement
5/6
এই ঘটনার পর এফআইবি নিয়ে অকুস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। উদ্ধার করে আনা হয় ওই মৎস্যজীবীকে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় নামাখানার দ্বারীকনগর হাসপাতালে।
advertisement
6/6
পুলিশের এই ভূমিকায় খুশি সকলেই। দ্রুত ওই মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে বলে মৎস্যজীবীর প্রাণ বেঁচে গিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ওই মৎস্যজীবী চিকিৎসাধীন রয়েছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে অসুস্থ মৎস্যজীবী, পরিস্থিতি ভয়ঙ্কর হতেই...! শেষমেশ ঘটল স্যালুট জানানোর মত ঘটনা