Hilsha Fish: বাঙালি পথ চেয়ে বসে আছে, ট্রলারে তাজা, কাঁচা ইলিশ মাছ নিয়ে ফিরল ট্রলার, রইল দামের হিসেবনিকেশ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Hilsha Fish: বন্দরে এল মাত্র ৩ টন ইলিশ! কতটুকু পড়বে বাঙালির পাতে, দাম হবে কত জানুন
advertisement
1/6

মাছে ভাতে বাঙালির প্রিয় ইলিশ কবে আসবে সেই অপেক্ষাতে সারা বছর দিন কাটে আমজনতার। এবছর ইলিশ এলেও দাম রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
advertisement
2/6
ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পর প্রথমবার ফিরেছে ট্রলারগুলি। কিন্তু ইলিশ এসেছে খুব কম পরিমাণে। ফলে দাম বেড়েছে।
advertisement
3/6
ডায়মন্ড হারবারের হারবারের নগেন্দ্রবাজারে ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা প্রতি কেজি হিসাবে। ফলে ইলিশ এখনও সাধারণের ধরাছোঁয়ার বাইরে।
advertisement
4/6
তবে এবার যা ইলিশ এসেছে তা অনেকটাই বড় সাইজের। কম মাছ এলেও ওজনে বেশি থাকছে। ফলে মাছের স্বাদ ভালো থাকছে।
advertisement
5/6
তবে বৃষ্টি শুরু হলেই ইলিশ পড়বে জালে এমনই আশা মৎস্যজীবীদের। ফলে বৃষ্টির দিকে এখন তাকিয়ে রয়েছেন মৎস্যজীবীরা।
advertisement
6/6
তবে আপাতত ইলিশ খেতে হলে বেশি দাম দিয়ে কিনতে হবে আপনাকে। কিন্তু সেই ইলিশের স্বাদ হবে খুব সুন্দর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsha Fish: বাঙালি পথ চেয়ে বসে আছে, ট্রলারে তাজা, কাঁচা ইলিশ মাছ নিয়ে ফিরল ট্রলার, রইল দামের হিসেবনিকেশ