Train accident in West Bengal: ফের রাজ্যে ট্রেন দুর্ঘটনা! বজবজে বিচ্ছিন্ন হয়ে গেল চলন্ত মালগাড়ির কামরা, ব্যাহত ট্রেন চলাচল
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Train accident: শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা। কী হল বজবজ লাইনে?
advertisement
1/5

ফের ট্রেন দুর্ঘটনা রাজ্যে। বজবজ-শিয়ালদা লাইনে বেলাইন হল মালগাড়ি, তবে একটুর জন্য বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল।
advertisement
2/5
সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। ফের আরও একটি বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল বজবজ-শিয়ালদহ লাইনে চলন্ত মালগাড়ি।
advertisement
3/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ থেকে শিয়ালদহ যাওয়ার পথে নুঙ্গি স্টেশনের কাছে চলন্ত মালগাড়ির বগি খুলে আলাদা হয়ে যায়। এই ভাবে ট্রেনের বগি খুলে আলাদা হয়ে যাওয়ায় ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বজবজ শিয়ালদহ শাখায়।
advertisement
4/5
এই ঘটনায় বজ বজ শিয়ালদা শাখায় রেল চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। যদিও পরে রেল পুলিশ ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দুটো মালগাড়ির বগি মেরামতি করে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক করে দেয়।
advertisement
5/5
যদিও এই ঘটনায় কোনও আহতের খবর নেই, তবে একের পর এক রেল দুর্ঘটনার পর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train accident in West Bengal: ফের রাজ্যে ট্রেন দুর্ঘটনা! বজবজে বিচ্ছিন্ন হয়ে গেল চলন্ত মালগাড়ির কামরা, ব্যাহত ট্রেন চলাচল