Clothes Distribution Wall: খুশি ছড়ানো দেওয়াল! কেউ টাঙ্গিয়ে যায় জামাকাপড়, কেউ নিয়ে নিজের মনে করে! মন ভাল করে দেওয়া উদ্যোগ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Clothes Distribution Wall: বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার ইন্দপুর ব্লকের ভেদুয়াসোল পোস্ট অফিসের ঠিক পাশের দেখা যাবে এই দেওয়াল।
advertisement
1/6

দেখুন বাঁকুড়া জেলার মানবতার দেওয়াল! আগে কখনও দেখেছেন এরকম একটি দেওয়াল, যেখানে টাঙানো আছে জামা কাপড়!
advertisement
2/6
বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার ইন্দপুর ব্লকের ভেদুয়াসোল পোস্ট অফিসের ঠিক পাশের দেখা যাবে এই দেওয়াল। ভেদুয়াশোলের বাসিন্দা একদল যুবকের মস্তিষ্ক প্রসূত এই ভাবনা।
advertisement
3/6
হ্যাঁ, এই মানবতার দেওয়াল থেকেই নিজের প্রয়োজন হলে আপনিও তুলে নিতে পারেন একটি জামা এবং একটা টাকাও না দিয়ে সেই জামাটি পড়ে মনের আনন্দে চলে যেতে পারেন।
advertisement
4/6
তবে উল্লেখযোগ্য এটাই যে, এই মৌলিক মানবতার দেওয়াল থেকে যাদের প্রয়োজন তারাই একমাত্র বস্ত্র নেন। আর যাদের রয়েছে তারা নিজেদের অপ্রয়োজনীয় বস্ত্রগুলি পরিষ্কার করে টাঙিয়ে রেখে যান এই মানবতার দেওয়ালে।
advertisement
5/6
বাঁকুড়া জেলার একটি বড় অংশ হল আর্থিকভাবে পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষ। এই সকল মানুষের সংখ্যা জঙ্গলমহল এলাকাতে আরও বেশি। প্রচন্ড পরিশ্রমী এই মানুষগুলোর শত প্রয়োজন থাকলেও হাত পাততে জানেন না এরা।
advertisement
6/6
সেই কারণেই একেবারে মুক্ত বস্ত্র বিতরণ হয় এই দেওয়ালের মাধ্যমে। আবার কিছু সহৃদয় ব্যক্তি রয়েছেন যারা পরিষ্কার জামা টাঙিয়ে রেখেও যান। অর্থাৎ এই মেকানিজমটি একেবারে অটোমেটেড হয়ে গেছে। ২০১৯ সালের একটি চিন্তা স্বয়ংসম্পূর্ণতা পেয়েছে বাঁকুড়া জেলার ইন্দপুরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Clothes Distribution Wall: খুশি ছড়ানো দেওয়াল! কেউ টাঙ্গিয়ে যায় জামাকাপড়, কেউ নিয়ে নিজের মনে করে! মন ভাল করে দেওয়া উদ্যোগ