TRENDING:

Free Beautician Course: বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স! হেয়ার কাটিং, থ্রেডিং থেকে পেডিকিওর, ম্যানিকিওর! মিলবে সার্টিফিকেট, দেরি না করে লুফে নিন সুযোগ

Last Updated:
Free Beautician Course: পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে ফ্রি-তে বিউটিশিয়ান কোর্স। সিএডিসি তমলুক প্রোজেক্টের অন্তর্গত তমলুক ব্লকে গ্রামের মহিলাদের বিনামূল্যে ১৫ দিনের বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
advertisement
1/6
ফ্রি-তেই বিউটিশিয়ান কোর্স! মিলবে সার্টিফিকেট, দেরি না করে লুফে নিন সুযোগ
উৎসবের মরশুমে বিনামূল্যে সরকারি উদ্যোগে রূপচর্চার প্রশিক্ষণ দেওয়া চলছে। ফলে শিক্ষিত যুবতীদের পাশাপাশি গৃহবধূরা এই প্রশিক্ষণ নিয়ে সহজেই কর্মসংস্থানের পথ খুঁজে পাবে। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/6
সামনেই দুর্গাপুজো, তারপর পুরো মাস জুড়ে উৎসবের মরশুম। উৎসবের মরশুম শেষ হওয়ার পরেই বিয়ের সিজিন। বর্তমান সময়ে বাড়ির অনুষ্ঠান বা উৎসব - রূপচর্চা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে বিউটিশিয়ানের কোর্স শেখা থাকলে সহজেই রোজগার করা যায়। আর সেই পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দফতরের সিএডিসি।
advertisement
3/6
বর্তমান সময়ে রূপচর্চা বড়,ছোট শহর ও মফস্বলের গণ্ডি পেরিয়ে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। ফলে গ্রামে গ্রামে বাড়ছে রূপচর্চা কেন্দ্রিক বিকল্প পেশার সুযোগ। তাই এবার সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে গ্রামের মহিলাদের বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
advertisement
4/6
গ্রামের স্ব-সহায়ক দলের মহিলাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সিএডিসি তমলুক প্রোজেক্টের অন্তর্গত তমলুক ব্লকে গ্রামের মহিলাদের বিনামূল্যে পনেরো দিনের বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রশিক্ষনের পর মিলবে সার্টিফিকেট।
advertisement
5/6
সিএডিসি তমলুক প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর ডক্টর উত্তম কুমার লাহা বলেন, 'দু'টি ব্যাচে মোট ৩০ জন মহিলাকে বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনামূল্যে এই প্রশিক্ষণ ১৫ দিন দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার পর মহিলাদের একটি করে সার্টিফিকেট দেওয়া হবে। ফলে আগামী দিনে রূপচর্চার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন গ্রামের মহিলারা'।
advertisement
6/6
সিএডিসি তমলুক প্রজেক্টের এই বিউটিশিয়ান কোর্সে হেয়ার কাটিং, থ্রেডিং, আই ভ্রো থেকে শুরু করে পেডিকিওর, ম্যানিকিওর ও ফেসিয়াল-সহ ব্রাইডাল মেকাপের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ নেওয়া মহিলারা জানান, এই বিউটিশিয়ানের কাজ শিখে সহজেই তারা সারা বছর রোজগার করতে পারবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Free Beautician Course: বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স! হেয়ার কাটিং, থ্রেডিং থেকে পেডিকিওর, ম্যানিকিওর! মিলবে সার্টিফিকেট, দেরি না করে লুফে নিন সুযোগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল