Digha News: এই প্রথমবার জগন্নাথ মন্দিরে...! রাধাষ্টমীতে দিঘায় যা হচ্ছে, ছুটে আসছে কাতারে কাতারে মানুষ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Madan Maity
Last Updated:
Digha News: উৎসবের রঙে সেজেছে দিঘা জগন্নাথ মন্দির। সন্ধ্যা নামতেই রঙিন আলোয় আলোকিত হবে মন্দির প্রাঙ্গণ। দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার রাধাঅষ্টমীর! দিনভর কী কী থাকছে দেখুন!
advertisement
1/6

রাধাষ্টমী উপলক্ষে দিঘা সমুদ্র শহরে এবছর এক অনন্য উৎসবের সাক্ষী হলেন ভক্তরা। প্রথমবারের মতো দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হচ্ছে রাধাষ্টমী। রাধারানির জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন হলেও দিঘার মাটিতে এই উৎসবের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। ভোর থেকেই ভক্তদের ঢল মন্দির চত্বরে। শ্রীকৃষ্ণ ও রাধার দর্শন পেতে দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
2/6
মন্দিরের প্রতিটি কোণে শোনা যাচ্ছে কীর্তন, ভজন ও ভক্তিমূলক সংগীত। ভক্তদের উপস্থিতিতে পুরো পরিবেশ ভরে উঠেছে ভক্তির আবহে। রাধাঅষ্টমী উপলক্ষে দিঘা যেন পরিণত হয়েছে এক আধ্যাত্মিক শহরে। সকাল ছ’টা বাজতেই শুরু হয় নানা আচার অনুষ্ঠান। ভক্তরা একসঙ্গে প্রার্থনা, কীর্তন ও আরতিতে অংশ নিচ্ছেন। ভক্তদের মধ্যে উৎসাহ ও আনন্দের ছাপ স্পষ্টভাবে ধরা পড়ছে।
advertisement
3/6
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে বিশেষ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাধাঅষ্টমী উপলক্ষে। রাধাষ্টমী উপলক্ষে থাকবে ‘ছাপান্ন ভোগ’ নিবেদন। নানা রকমের ভোগ সাজিয়ে রাখা হবে রাধারানির উদ্দেশ্যে। দিনের পর দিন ধরে এই আয়োজনের প্রস্তুতি নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। দিনভর ভক্তরা অংশ নেবেন কীর্তন, আরতি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে। দিঘা মন্দির চত্বর উৎসবের আবহে ভরে উঠেছে।
advertisement
4/6
অসংখ্য ভক্তের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মন্দির চত্বরে টহলদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন। ভক্তদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি, বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি না হয়। ভক্তরা যাতে নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, তার জন্য প্রশাসন সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে।
advertisement
5/6
উৎসবের রঙে সেজেছে দিঘা জগন্নাথ মন্দির। সন্ধ্যা নামতেই রঙিন আলোয় আলোকিত হবে মন্দির প্রাঙ্গণ। চারদিকে আলো ঝলমলে সাজে তৈরি হবে এক অনন্য পরিবেশ। ভক্তদের জন্য থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। দিনের ক্লান্তি ভুলে ভক্তরা সন্ধ্যায় অংশ নেবেন মহা আরতিতে। উৎসবকে ঘিরে সমুদ্র শহরে তৈরি হয়েছে এক বিশেষ আমেজ, যা স্মরণীয় হয়ে থাকবে দিঘাবাসীর কাছে।
advertisement
6/6
কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, 'দিঘায় প্রথমবারের মতো রাধাঅষ্টমী উদযাপন নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত। ভক্তদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করছে। আমরা চাই আগামী দিনগুলোতেও দিঘা জগন্নাথ মন্দিরে এই উৎসব আরও বড় আকারে পালিত হোক। ভক্তদের ভালবাসা এবং শ্রীকৃষ্ণ-রাধার আশীর্বাদেই এই উৎসব পূর্ণতা পেয়েছে।'
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: এই প্রথমবার জগন্নাথ মন্দিরে...! রাধাষ্টমীতে দিঘায় যা হচ্ছে, ছুটে আসছে কাতারে কাতারে মানুষ