TRENDING:

Football Match: হাওড়ায় জমাটি ফুটবল ম্যাচ! ভারতের যুব দলকে হারিয়ে বিজয়ী গ্রামের টিম, আনন্দে আত্মহারা গঙ্গাধরপুরবাসী

Last Updated:
Football Match: শনিবার ফুটবল জগতে গঙ্গাধরপুর গ্রাম ইতিহাস গড়েছে। এদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল গঙ্গাধরপুর কেইউ সিটি এবং ইন্ডিয়া যুব ফুটবল টিম। তাতে জয়লাভ করে হাওড়ার গ্রামের দল।
advertisement
1/4
হাওড়ায় জমাটি ফুটবল ম্যাচ! ভারতের যুব দলকে হারিয়ে বিজয়ী গ্রামের টিম
হাওড়ার প্রত্যন্ত গ্রামে অনূর্ধ্ব ১৮ ফুটবল ম্যাচ। দারুণ উৎসাহিত গ্রামের মানুষ। গত মাসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্টে শুরু হয়। গ্রামের দল সুযোগ পাওয়া ছিল গ্রামবাসীর কাছে অন্য অভিজ্ঞতা। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/4
শনিবার ফুটবল জগতে গঙ্গাধরপুর গ্রাম ইতিহাস গড়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত ফুটবল খেলা অনুষ্ঠিত হল গ্রামে। এই খেলায় জয়লাভ করে গ্রামের দল। মুখোমুখি হয়েছিল গঙ্গাধরপুর কেইউসিটি এবং ইন্ডিয়া যুব ফুটবল টিম।
advertisement
3/4
প্রথম অর্ধে কয়েক মিনিটের মধ্যেই এক গোলে এগিয়ে যায় গঙ্গাধরপুর কেইউসিটি। এরপর প্রথম অর্ধের শেষদিকে সমতায় ফেরে ইন্ডিয়া যুব ফুটবল দল। দ্বিতীয় অর্ধের শুরুতে আবারও গোল দিয়ে ২-১ গোলে এগিয়ে যায় গঙ্গাধরপুর কেইউসিটি। এই ফলাফলেই ম্যাচ সমাপ্ত হয় এদিন। অনূর্ধ্ব ১৮ এলিট ২০২৫-২৬ জোনাল রাউন্ড গ্রুপ এইচ টুর্নামেন্টে কেইউ সিটি তাদের তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পায়। কলকাতার ইস্টবেঙ্গল, ওড়িশা সহ মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। ১৪ টি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল।
advertisement
4/4
এদিনের ম্যাচে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী গঙ্গাধরপুর কেইউসিটি দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা। কেইউসিটির সদস্য শংকর খাঁড়া জানান, লেখাপড়ার পাশাপাশি গ্রামের নতুন প্রজন্মকে খেলার প্রতি মনোযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছিলেন শিক্ষাবিদ সন্তোষ কুমার দাস। গত কয়েক বছর অ্যাকাডেমির পথচলার সেই উদ্দেশ্য সফল হচ্ছে। কেইউসিটির কর্মকর্তা তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় হীরালাল দাস জানান, হাওড়ার প্রত্যন্ত গ্রাম থেকে এই অ্যাকাডেমির জাতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করা একটা চ্যালেঞ্জ। তারপর একের পর এক সাফল্য। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Football Match: হাওড়ায় জমাটি ফুটবল ম্যাচ! ভারতের যুব দলকে হারিয়ে বিজয়ী গ্রামের টিম, আনন্দে আত্মহারা গঙ্গাধরপুরবাসী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল