Foggy Weather: ধূসর পর্দায় অস্পষ্ট চারদিক, ব্যাহত জনজীবন, বৃহস্পতিবার শীত-সকালে ঘিরে ধরে কুয়াশা যখন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Foggy Weather Update: সকাল থেকে ঘন কুয়াশায় জেরে উপকূলে দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারে। যার জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক যান চলাচল। অসুবিধা হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রায়।
advertisement
1/6

সকাল থেকে ঘন কুয়াশায় জেরে উপকূলে দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারে। যার জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক যান চলাচল। অসুবিধা হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রায়।
advertisement
2/6
সকাল ৬ টা ১৭ মিনিটে সূর্যোদয়ের সময় থাকলেও। ঘন কুয়াশার জেরে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় সকাল ১০ টা ৩০ পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি।
advertisement
3/6
এদিকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।
advertisement
4/6
ঝঞ্ঝার বাধা কাটিয়ে রবিবার থেকে ফিরতে পারে শীত। ২-৩ দিনে চার ডিগ্রি নামতে পারে পারদ। তারপর পারদ আবার উর্ধ্বমুখী হবে।
advertisement
5/6
বর্তমানে হিউমিডিটি থাকছে ৬৩%। ইউভি ইনডেক্স থাকছে ৬। ফলে গরম অনুভুত হতে পারে দিনের বেলায়। কুয়াশাও বাড়বে।
advertisement
6/6
আগামী ২-৩ দিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবেনা। এই কুয়াশার জেরে ফেরী পরিষেবা ও ট্রেন পরিষেবায় ব্যাহত হতে পারে। ফলে সকালের দিকে সমস্যা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Foggy Weather: ধূসর পর্দায় অস্পষ্ট চারদিক, ব্যাহত জনজীবন, বৃহস্পতিবার শীত-সকালে ঘিরে ধরে কুয়াশা যখন