TRENDING:

Flower Festival: গাছের গোড়ায় ল্যাম্বরগিনি! গাড়ি দেখে থমকে যাচ্ছেন দর্শনার্থীরা, অভিনব চমকে বাঁকুড়া ফুলের মেলা জমে ক্ষীর

Last Updated:
Flower Festival: বাঁকুড়া অডিটোরিয়ামের প্রাঙ্গণে আয়োজিত এই ফুল মেলায় প্রবেশ করলেই চোখে পড়ে 'রঙের বন্যা'। আলাদা করে নজর কাড়ছে গাছের তলার 'ল্যাম্বরগিনি'!
advertisement
1/6
গাছের গোড়ায় ল্যাম্বরগিনি! গাড়ি দেখে থমকে যাচ্ছেন দর্শনার্থীরা
চোখে পড়লেই থমকে যেতে হয়! গাছের গোড়ায় যেন লুকিয়ে রয়েছে একটি ল্যাম্বরগিনি! প্রথম দেখায় বিশ্বাস না হলেও, একটু ভাল করে তাকালেই বোঝা যায় এ এক অভিনব প্রদর্শনী। এমনই চমক দিয়ে শুরু হয়েছে বাঁকুড়ার ফুল মেলা, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের কৌতূহল ও বিস্ময়ের কেন্দ্রে পরিণত হয়েছে। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন ব্যানার্জি)
advertisement
2/6
বাঁকুড়া অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই ফুল মেলায় প্রবেশ করলেই চোখে পড়ে 'রঙের বন্যা'। চারিদিকে ছড়িয়ে রয়েছে নানা জাতের ফুল। বিশাল আকারের গোলাপ আলাদা করে দর্শকদের আকর্ষণ করছে। ফুলের সুবাস আর রঙের সমারোহে মেলার পরিবেশ এতটাই মনোরম, সাধারণ দর্শনার্থীর পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও বারবার থমকে দাঁড়াচ্ছেন।
advertisement
3/6
মেলার অন্যতম আকর্ষণ অদ্ভুত ও অভিনব গাছপালা। কোনও গাছের গুঁড়িতে শিল্পীর কল্পনায় ফুটে উঠেছে গাড়ির আদল, যা অনেকের চোখে ‘ল্যাম্বরগিনি’র মতো মনে হচ্ছে। খেলনার মতো হলেও এই শিল্পকর্ম ঘিরে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। ছবি তুলতে ব্যস্ত ছোট-বড় সকলেই।
advertisement
4/6
এছাড়াও মেলায় নজর কেড়েছে দামি ও দুর্লভ ডালিয়া ফুল। এক একটি গাছে একটি করে বড় আকারের ফুল— থোকা থোকা, রাজকীয় গড়নের এই ডালিয়াগুলি দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে। ফুলের আকার, রং ও বিন্যাস, সব মিলিয়ে এই অংশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেই মন চাইছে অনেকের।
advertisement
5/6
আয়োজকদের দাবি, শহরের মানুষকে প্রকৃতির কাছাকাছি টানতেই এই ফুল মেলার আয়োজন। ফুলের সৌন্দর্য, অভিনব প্রদর্শনী আর শান্ত পরিবেশ— সব মিলিয়ে বাঁকুড়ার এই ফুল মেলা এখন শহরের অন্যতম আকর্ষণ। দর্শনার্থীদের ভিড় বলছে, এই ফুলের রাজ্যে একবার ঢুঁ মারলে মনে থেকে যাবে বহুদিন।
advertisement
6/6
শুধু ফুল দেখাই নয়, মেলায় রয়েছে ধর্মীয় সামগ্রীর স্টলও। রাধা-কৃষ্ণের মূর্তি থেকে শুরু করে পুজোর নানা উপকরণ এক জায়গায় পাওয়া যাচ্ছে। পরিবারের সঙ্গে আসা দর্শনার্থীদের মধ্যে এই স্টলগুলিকে ঘিরেও আলাদা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Flower Festival: গাছের গোড়ায় ল্যাম্বরগিনি! গাড়ি দেখে থমকে যাচ্ছেন দর্শনার্থীরা, অভিনব চমকে বাঁকুড়া ফুলের মেলা জমে ক্ষীর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল