TRENDING:

Fishing Cat : বাঘের মতো দেখতে, পাতা ফাঁদে পা দিয়ে এখন রাগে গজগজ করছে! রোজ রাতে চুপিসারে হানা দিয়ে সাবাড় করছিল মুরগি

Last Updated:
Fishing Cat : মুরগি ফার্ম থেকে রোজ মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঘের মত একটি প্রাণী। ফলে সেই প্রাণী ধরতে পাতা হয় খাঁচা। তাতেই ধরা পড়েছে এই বাঘরোল।
advertisement
1/6
রোজ চুপিসারে হানা দিয়ে খালি করে দিচ্ছিল ফার্ম! ধরা পড়ে রাগে গজগজ করছে
নামখানার রাধানগরে ধরা পড়ল বাঘরোল(ফিশিং ক্যাট)। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বাঘরোলটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। বর্তমানে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বন দফতরের কর্মীরা। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
advertisement
2/6
বাঘরোল পশ্চিমবঙ্গের রাজ্য-প্রাণী। বাঘরোল ভারতীয় বন্যপ্রাণ (সংরক্ষণ) সংশোধন আইন, ২০২২-এর তফসিল ১-এর তালিকাভুক্ত। ফলে বাঘরোল সংরক্ষণ করা খুবই জরুরি।
advertisement
3/6
জানা গিয়েছে স্থানীয় সেখ আবিদ এর মুরগি ফার্ম থেকে রোজ মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঘের মত একটি প্রাণী। ফলে সেই প্রাণী ধরতে পাতা হয় খাঁচা।
advertisement
4/6
খাঁচাতেই ধরা পড়েছে বাঘরোলটি। বাঘরোলের ইংরেজি নাম ফিশিং ক্যাট। সেটির বাংলা করে অনেকেই বাঘরোলকে ডাকেন মেছো বিড়াল বলে। নদী-নালা থেকে মাছ ধরে খেতে বাঘরোল বিশেষ ভাবে দক্ষ।
advertisement
5/6
পূর্ণবয়স্ক পুরুষ বাঘরোল লম্বায় ৪০ ইঞ্চি মতো হতে পারে, সেই সঙ্গে ১২ ইঞ্চি মতো লেজ। অর্থাৎ লেজটা দেহের তুলনায় কিছুটা খাটো। দেহের ওজন হয় ৮ থেকে ১৫ কিলোগ্রাম।
advertisement
6/6
লোকালয়ের আশপাশের জলাজমি, মাছের ভেড়ির মতো অনেক জায়গাতেই বাঘরোলের বসবাস। এই বাঘরোলের সাহসিক রকমসকম দেখে রাতবিরেতের সাময়িক বিভ্রমে গ্রামবাসীদের অনেকেই ছোটখাটো বাঘের মতো মনে করেন। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fishing Cat : বাঘের মতো দেখতে, পাতা ফাঁদে পা দিয়ে এখন রাগে গজগজ করছে! রোজ রাতে চুপিসারে হানা দিয়ে সাবাড় করছিল মুরগি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল