Fishing Cat : বাঘের মতো দেখতে, পাতা ফাঁদে পা দিয়ে এখন রাগে গজগজ করছে! রোজ রাতে চুপিসারে হানা দিয়ে সাবাড় করছিল মুরগি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Fishing Cat : মুরগি ফার্ম থেকে রোজ মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঘের মত একটি প্রাণী। ফলে সেই প্রাণী ধরতে পাতা হয় খাঁচা। তাতেই ধরা পড়েছে এই বাঘরোল।
advertisement
1/6

নামখানার রাধানগরে ধরা পড়ল বাঘরোল(ফিশিং ক্যাট)। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বাঘরোলটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। বর্তমানে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বন দফতরের কর্মীরা। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
advertisement
2/6
বাঘরোল পশ্চিমবঙ্গের রাজ্য-প্রাণী। বাঘরোল ভারতীয় বন্যপ্রাণ (সংরক্ষণ) সংশোধন আইন, ২০২২-এর তফসিল ১-এর তালিকাভুক্ত। ফলে বাঘরোল সংরক্ষণ করা খুবই জরুরি।
advertisement
3/6
জানা গিয়েছে স্থানীয় সেখ আবিদ এর মুরগি ফার্ম থেকে রোজ মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঘের মত একটি প্রাণী। ফলে সেই প্রাণী ধরতে পাতা হয় খাঁচা।
advertisement
4/6
খাঁচাতেই ধরা পড়েছে বাঘরোলটি। বাঘরোলের ইংরেজি নাম ফিশিং ক্যাট। সেটির বাংলা করে অনেকেই বাঘরোলকে ডাকেন মেছো বিড়াল বলে। নদী-নালা থেকে মাছ ধরে খেতে বাঘরোল বিশেষ ভাবে দক্ষ।
advertisement
5/6
পূর্ণবয়স্ক পুরুষ বাঘরোল লম্বায় ৪০ ইঞ্চি মতো হতে পারে, সেই সঙ্গে ১২ ইঞ্চি মতো লেজ। অর্থাৎ লেজটা দেহের তুলনায় কিছুটা খাটো। দেহের ওজন হয় ৮ থেকে ১৫ কিলোগ্রাম।
advertisement
6/6
লোকালয়ের আশপাশের জলাজমি, মাছের ভেড়ির মতো অনেক জায়গাতেই বাঘরোলের বসবাস। এই বাঘরোলের সাহসিক রকমসকম দেখে রাতবিরেতের সাময়িক বিভ্রমে গ্রামবাসীদের অনেকেই ছোটখাটো বাঘের মতো মনে করেন। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fishing Cat : বাঘের মতো দেখতে, পাতা ফাঁদে পা দিয়ে এখন রাগে গজগজ করছে! রোজ রাতে চুপিসারে হানা দিয়ে সাবাড় করছিল মুরগি