TRENDING:

হাওড়ায় বাঘরোল পিটিয়ে মারার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অভিযোগ দায়ের বনদফতরের

Last Updated:
advertisement
1/7
হাওড়ায় বাঘরোল পিটিয়ে মারার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অভিযোগ দায়ের বনদফতরের
*বাঘরোল পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠলো হাওড়ার পাঁচলায় জুজারসাহা এলাকার বেশ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। বাঘরোল পিটিয়ে মারার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। ঘটনা নজরে আসতেই পাঁচলা থানায় অভিযোগ দায়ের করে বনদফতর।
advertisement
2/7
*শনিবার ঘটনাস্থলে যান হাওড়ার জেলা ADFO শ্রীকান্ত ঘোষ এবং পাঁচলা থানার পুলিশ। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি গ্রামবাসীদেরকে জিজ্ঞাসাবাদ ও করা ও হয়। গ্রামবাসীরা জানিয়েছে, দিন দু'য়েক আগে জুজারসাহা এলাকায় একটি বাঘরোলের রক্তাক্ত দেহ স্থানীয় একটি পুকুরের সামনে পড়েছিল। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*কিছুক্ষন পর এই বিষয়ে হৈচৈ শুরু হওয়ার পরই মৃতদেহ লোপাট হয়ে যায়।  তবে কে বা কারা এই বাঘরোল পিটিয়ে মারা সঙ্গে যুক্ত সেই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি গ্রামবাসীদের তরফে। শনিবার এলাকায় যৌথ অভিযান চালায় বনদফতর এবং  পুলিশ।
advertisement
4/7
*গ্রামবাসীরা তদন্তে কোনও সাহায্য করছে না বলে দাবি করেছেন হাওড়া জেলা বনদফতরের অতিরিক্ত ফরেস্ট অফিসার শ্রীকান্ত ঘোষ। তিনি বলেন, দু-দিন আগে জুজারসাহা এলাকায় একটি পুকুরে মাছ ধরতে নামার সময় গ্রামবাসীরা একটি পূর্ণ বয়স্ক বাঘরোলকে পিটিয়ে মারে এবং সেই ছবি বিভিন্ন স্যোসাল মিডিয়া ছড়িয়ে পড়ে। সেখান থেকেই তারা তথ্য পেয়ে অভিযুক্তদের খুঁজতে শুরু করেন। ছবিঃ সংগৃহীত। 
advertisement
5/7
*তবে এখনও অভিযুক্তদের খোঁজ তো মেলেইনি উপরন্তু মৃতদেহটি উদ্ধার করতে পারেনি বনদফতর। এই নৃশংস ঘটনার পরিপেক্ষিতে পরিবেশ কর্মী  শুভজিত ঘোষ জানান, বাঘরোল রাজ্যের প্রাণী। হাওড়ার গ্রামাঞ্চলে সবথেকে বেশি বাঘরোলের দেখা মেলে। কিছুটা ভয়ঙ্কর হলেও এরা সাধারণত মাছ, মুরগি ছোট পাখি স্বীকার করেই নিজেদের পেট ভরায়, মানুষের কোন ক্ষতি করেন না। এমনকি এরা কিছুটা ভীতু প্রকৃতির হয়। 
advertisement
6/7
*তাঁর দাবি, এই প্রাণীদের পিটিয়ে মারা মেনে নেওয়া যায় না। যেখানে রাজ্যসরকারের বনদফতর এই প্রজাতির প্রাণীদের পুনর্বাসন কেন্দ্র তৈরী করেছে সেখানে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ড অমানবিক। ছবিঃ সংগৃহীত। 
advertisement
7/7
*রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানান, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং বনদফতরের তরফে এলাকায় এলাকায় সচেতনতা মূলক প্রচার চালানো হবে। ছবিঃ সংগৃহীত। 
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হাওড়ায় বাঘরোল পিটিয়ে মারার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অভিযোগ দায়ের বনদফতরের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল