Durga Puja Hilsa: পুজোতেই কি জলের দরে দাম কমবে? বাঙালির পাতে পড়বে সুস্বাদু ইলিশ? এবার এল বড় খবর...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Durga Puja Hilsa: সমস্ত ভয় ভীতি দূরে সরিয়ে পুজোয় ইলিশের চাহিদা মেটাতে আবারো সাগরে পাড়ি দিল মৎস্যজীবীরা। ইতিমধ্যে ফিশিং হারবার গুলি থেকে একাধিক ট্রলার ছেড়ে গিয়েছে মাছ ধরতে।
advertisement
1/6

সমস্ত ভয় ভীতি দূরে সরিয়ে পুজোয় ইলিশের চাহিদা মেটাতে আবারও সাগরে পাড়ি দিল মৎস্যজীবীরা। ইতিমধ্যে ফিশিং হারবার গুলি থেকে একাধিক ট্রলার ছেড়ে গিয়েছে মাছ ধরতে।
advertisement
2/6
গত বেশ কয়েক সপ্তাহ ধরে আবহাওয়া খারাপ থাকায় সমস্যার মধ্যে পড়েছিলেন মৎস্যজীবীরা। তার উপর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ঘটা ট্রলার দুর্ঘটনায় বেশ কিছু মৎস্যজীবী নিহত হওয়ায় মন মরা হয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা।
advertisement
3/6
তবে সেই সব দূরে সরিয়ে আবারো সাগরের দিকে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। এবছর ইলিশের চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছিলেন না মৎস্যজীবীরা।
advertisement
4/6
জালে মাছ আসছিল না ফলে একটা সঙ্কটের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার।
advertisement
5/6
তবে এবার পুজোর আগে অনেকেই বের হয়েছেন মাছ ধরতে। আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। ফলে তেল বরফ ভরে নিয়ে মৎস্যজীবীরা আবারও মন শক্ত করে বের হয়ে পড়েছেন।
advertisement
6/6
তারা পুজোর আগে সকলেই ফিরে আসবে। ফলে এই চালানে কত মাছ আসে সেটাই দেখার। পুজোর আগে মাছ আনতে পারলে হাসি ফুটবে মৎস্যজীবীদের মুখে, আর সেই সঙ্গে পুজোয় মাছ পাবে আমবাঙালিও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Hilsa: পুজোতেই কি জলের দরে দাম কমবে? বাঙালির পাতে পড়বে সুস্বাদু ইলিশ? এবার এল বড় খবর...