TRENDING:

Fish Buying Tips: রোজ মাছ কিনেও ঠকছেন নিশ্চিত! বাজারে বাজারে যা ঘটে রোজ...! জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
Fish Buying Tips : প্রত্যেক দিনের মত ক্রেতাদের ভিড়ে ঠাসা ছিল মাছ বাজার। হঠাত্‍ করেই হানা দিতে ক্রেতা সুরক্ষা দফতরের স্পেশ্যাল টিম৷ ওজন মাপার যন্ত্র ও বাটখারা পরীক্ষা করেন। অভিযানে বেশ কিছু মাছ ব্যবসায়ীর ওজন কাঁটায় ও বাটখারায় সমস্যা ধরা পড়ে।
advertisement
1/5
রোজ মাছ কিনেও ঠকছেন নিশ্চিত! বাজারে বাজারে যা ঘটে রোজ...! জানলে চোখ কপালে উঠবে
*প্রত্যেক দিনের মত ক্রেতাদের ভিড়ে ঠাসা ছিল মাছ বাজার। হঠাত্‍ করেই হানা দিতে ক্রেতা সুরক্ষা দফতরের স্পেশাল টিম৷ ওজন মাপার যন্ত্র ও বাটখারা পরীক্ষা করতে শুরু করেন দফতরের আধিকারিকেরা৷ প্রতিবেদনঃ সুস্মিতা গোস্বামী । সংগৃহীত ছবি।
advertisement
2/5
*সূত্রের খবর, বালুরঘাট তহবাজার থেকে মাছ কিনে ওজনে কম পাচ্ছেন ক্রেতারা। ওজন বাটখারায় ও মেশিনে কারচুপি করা রয়েছে, এই অভিযোগ মাঝে মধ্যেই আসছিল। এমনকি এই অভিযোগ জেলা শাসকের কাছেও গিয়ে পৌঁছয়। এরপরই জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হল বালুরঘাট তহবাজারের মাছ বাজারে। এদিন মাছ বাজারে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দফতর-সহ মোট চারটি দফতরের আধিকারিকরা। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*অভিযানে বেশ কিছু মাছ ব্যবসায়ীর ওজন কাঁটায় ও বাটখারায় সমস্যা রয়েছে। তাদের সর্তক ও জরিমানা করা হয়েছে। এমনকি অনেক বিক্রেতারাই বাটখারা বা ওজন মাপার যন্ত্রাংশ সর্বশেষ রিনিউ করিয়েছেন বছর তিনেক আগে৷ অভিযান শেষে একে একে দোকানিদের নোটিস ধরান অফিসারেরা৷ বাজেয়াপ্ত করা হয় অনেক দোকানির যন্ত্রাংশ৷ সংগৃহীত ছবি।
advertisement
4/5
*আগামী দিনেও এমন অভিযান চলবে বলে সাফ জানানো হয়েছে। পাশাপাশি বালুরঘাট শহরের বেশ কিছু মিষ্টির দোকানেও হানা দেওয়া হয় সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক মনোজিৎ রাহা, ফুড সেফটি অফিসার নবনীতা মজুমদার-সহ অন্যান্য দফতরের আধিকারিকরা৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে সঙ্গে ছিল পুলিশ প্রশাসন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fish Buying Tips: রোজ মাছ কিনেও ঠকছেন নিশ্চিত! বাজারে বাজারে যা ঘটে রোজ...! জানলে চোখ কপালে উঠবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল