টার্গেট সেলিম খান, নিভিয়ে দেওয়া হল এলাকার আলো, তারপর নিস্তব্ধতা খান খান করে আওয়াজ ঠাঁই ঠাঁই ঠাঁই
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এলাকায় আলো বন্ধ করে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কলকাতায়
advertisement
1/6

কুলতলী: রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও ছড়া হলো বোমা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উদ্ধার আগ্নেয়াস্ত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত রূপনগর এলাকায় বাসিন্দা। আহত ওই ব্যবসায়ীর নাম সেলিম খাঁ। স্থানীয় সূত্রে জানা যায় কুলতলী কুন্দখালি বৃন্দাবনের খেয়া এলাকায় একটি চা ও মুদি দোকান চালায় ওই ব্যবসায়ী। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
2/6
রবিবার রাতে ক্রেতা শেষে ওই দোকানে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী এরপর ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসলে বোমাবাজি করতে করতে এলাকা থেকে দুষ্কৃতীরা। চম্পট দেওয়ার সময় দুষ্কৃতীদের কাছ থেকে পড়ে যায় আগ্নেয়াস্ত্র। এরপর স্থানীয়রা কুলতলী থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কুলতলী থানার পুলিশ এসে উদ্ধার করে।
advertisement
3/6
গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামতলায় জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় দ্রুত তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। আহত ওই ব্যবসায়ী আত্মীয় আফতার লস্কর তিনি বলেন, বেশ কয়েকদিন আগে টোটো সংক্রান্ত বিষয় নিয়ে হামলাকারীদের সঙ্গে ঝামেলা হয় আমার ভাইপোর। এরপর সম্পূর্ণ বিষয় নিয়ে বিধায়ক সাহেবকে জানালে বিধায়ক আশ্বাস দেন পুজোর পরে মীমাংসা করা হবে।
advertisement
4/6
প্রতিদিনের মতনই চায়ের দোকান খুলে ছিল সেলিম সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতীরা এসে সেলিমকে লক্ষ্য করে তিনটি গুলি চালায় এরপর বোমা ছুড়তে ছুড়তে এলাকা থেকে পালিয়ে যায়। আমরা কুলতলী থানা পুলিশকে জানিয়েছি পুলিশ ঘটনাস্থলে এসছে আমরা চাই অভিযুক্ত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এ বিষয়ে ক্যানিং এসডিপিও রামকুমার মন্ডল তিনি জানান, রবিবার রাতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে কুলতলী থানার পুলিশ পৌঁছায় এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
5/6
এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গুরুতর অসুস্থ ওই ব্যবসায়ীকে চিকিৎসা করানোর জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। আহত ব্যবসায়ী পরিবারের সদস্যরা যে সকল ব্যক্তির নাম জানাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
advertisement
6/6
সেলিমের হাতে, বুকে ও পিঠে আঘাত লেগেছে বলে খবর। ঘটনার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে। সেই উদ্দেশেই এলাকায় লোডশেডিংও করা হয়। তবে কী কারণে এই হামলা, রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা- সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। ভরসন্ধেয় এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। Input- Suman Saha
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
টার্গেট সেলিম খান, নিভিয়ে দেওয়া হল এলাকার আলো, তারপর নিস্তব্ধতা খান খান করে আওয়াজ ঠাঁই ঠাঁই ঠাঁই