TRENDING:

মধ্যমগ্রামের প্রিন্টিং কারখানায় বিধ্বংসী আগুন! কালো ধোঁয়া গিলে খেল... দাহ্য পদার্থে পুড়ে ছারখার সমস্ত কিছু

Last Updated:
Madhyamgram Printing Factory Fire: বুধবার বিকেলে হঠাৎই ওই কারখানায় আগুন দেখা যায়। আগুন দেখেই কারখানার কর্মীরা ছোটাছুটি শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। কারখানায় সমস্ত দাহ্য পদার্থ-সহ প্লাস্টিক সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
advertisement
1/6
মধ্যমগ্রামের প্রিন্টিং কারখানায় বিধ্বংসী আগুন! পুড়ে ছারখার সমস্ত কিছু
<strong>উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:</strong> মধ্যমগ্রাম ক্যামেলিয়া কলেজ রোডে একটি প্রিন্টিং কারখানায় হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি আরও কারখানা থাকায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
advertisement
2/6
কারখানায় সমস্ত দাহ্য পদার্থ-সহ প্লাস্টিক সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, হঠাৎই ওই কারখানায় আগুন দেখা যায়। আগুন দেখেই কারখানার কর্মীরা ছোটাছুটি শুরু করে দেন। খবর দেওয়া হয় দমকলে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। তবে পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হওয়ায় আরও দুটি দমকলের ইঞ্জিন আসে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। যে সময় আগুন লাগে সেই সময় সকল কর্মচারীরা কারখানার ভিতরেই ছিলেন। আগুন লাগতেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। তবে কারখানার ভিতরে কেউ আটকে আছেন কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ-সহ বারাসত জেলা পুলিশ আধিকারিকরা এসে উপস্থিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
তিনি জানান, এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না তা ক্ষতিয়ে দেখবে দমকল বিভাগ-সহ পুলিশ প্রশাসন। একদম পাশে আরও একটি কারখানা থাকায় আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কারখানায় রঙের কালি থিনার-সহ প্লাস্টিকের সরঞ্জাম থাকায় আগুনের ভয়াবহতা যথেষ্ট ছিল, কারণ সবটাই দাহ্য পদার্থ। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মধ্যমগ্রামের প্রিন্টিং কারখানায় বিধ্বংসী আগুন! কালো ধোঁয়া গিলে খেল... দাহ্য পদার্থে পুড়ে ছারখার সমস্ত কিছু
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল