Fire Breaks Out: পেটের দায়ে কারখানায় চুক্তিতে কাজ করতে এসেছিল, দাউদাউ আগুন শেষ করল সব, বন্ধুকে খুঁজতে খুঁজতে শেষে মিলল দগ্ধে যাওয়া হাড়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Fire Breaks Out: বন্ধুর সঙ্গে কারখানায় কাজ করতে এসে আগুনের পুড়ে ছাই ১৮ বছরের যুবক!
advertisement
1/6

: বন্ধুর সঙ্গে কারখানায় কাজ করতে এসে আগুনের পুড়ে ছাই ১৮ বছরের যুবক! মৃত যুবকের নাম আকাশ হাজরা। ভস্মীভূত কারখানায় প্রায় ৩ ঘণ্টা হন্যে হয়ে খুঁজে বেড়ায় বন্ধু। তারপর যে ঘটনার সামনাসামনি হল, নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারল না বন্ধু। শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার আলামপুর গড়মির্জাপুরের একটি কারখানায়। Photo -Representative
advertisement
2/6
দুপুর ৩ টা নাগাদ আগুনের লেলিহীন শিখা দেখে কারখানায় ছুটে আসেন স্থানীয় মানুষ। দাউদাউ করে জ্বলছে আগুন, ততক্ষণে প্রাণ বাঁচাতে কারখানার প্রায় সমস্ত শ্রমিক কারখানার বাইরে। কিছুক্ষণ পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। দমকলের ছ'টি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যখন আগুন প্রায় নিয়ন্ত্রণে সে সময় আগুনে ঝলসানো ভেঙে পড়া শেডের নিচে একটি মেশিনের সামনে থেকে উদ্ধার হয় পুড়ে ছাই একটি মানব কঙ্কাল।
advertisement
3/6
জানা যায়, কারখানার শ্রমিক ছাড়াও বাইরে থেকে দুই যুবক কারখানার শেড করতে এসেছিল। তাদের দুজনের মধ্যে একজন হল দুর্ঘটনায় মৃত আকাশ হাজরা। বন্ধু সুজয় রায় জানান, কন্ট্রাক্টর গৌতম জানা'র বরাতে উলুবেড়িয়ার তুলসীবেরিয়া থেকে দুই বন্ধু গত তিন দিন এই কারখানায় কাজে আসছে। শনিবার সকালে কারখানায় পৌঁছে তারা শেড মেরামতির কাজ শুরু করে। দুপুরে ২ টা নাগাদ বিশ্রাম নিতে কারখানার ভিতরে পৌঁছয় দু'জনে। এরপর খাওয়া ও বিশ্রাম শেষে দুপুর ৩টা নাগাদ কাজের জন্য প্রস্তুতি শুরু করতে কারখানা থেকে বের হয় সুজয়। কারখানা থেকে বের হবার মুহূর্তেই বিকট শব্দ। পিছন ফিরে তাকাতে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। বোঝার উপায় নেই, সকলেই প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়েছে কারখানা থেকে। Photo -Representative
advertisement
4/6
তারপর, কারখানার গা ঘেঁষা বসতির মানুষ আগুন দেখে হাজির হয় সেখানে। কিছুক্ষণের মধ্যে দমকল এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু করে। সকলে আগুন নেভাতে ব্যস্ত, তখন থেকে বন্ধুকে তন্নতন্ন করে খোঁজার চেষ্টা চালাচ্ছে সুজয়। কারখানা চত্বরে খোঁজ না মেলায়। পার্শ্ববর্তী এলাকায় গিয়ে মানুষকে জিজ্ঞাসা করেও মেলেনি খোঁজ। ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
advertisement
5/6
এরপর আগুন লাগা থেকে প্রায় ২- ৩ ঘন্টা পর। কারখানার ভিতর থেকে উদ্ধার হয় একটি আগুনে পুড়ে ছাই হওয়া দেহ। আগুনের ঝলসানিতে পরনের পোশাক দেহের মাংস পুড়ে ছাই। অবশিষ্ট করে দেহের কিছু হার। দেখে বোঝার উপায় নেই। বন্ধুর হাতের বালা নিশান ছিল বলেই জানায়, সুজয়।
advertisement
6/6
মৃত যুবকের পরিবার বলতে মা আর ছেলে। গত কয়েক মাস আগে বাবা গত হয়েছেন। তারপর ছেলের এই মর্মান্তিক পরিণতি। ঘটনাস্থল মার্সিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়মির্জাপুর। স্থানীয় পঞ্চায়েত প্রধান গোড়াই খাঁন মৃতর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে। Input- Rakesh Maity
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fire Breaks Out: পেটের দায়ে কারখানায় চুক্তিতে কাজ করতে এসেছিল, দাউদাউ আগুন শেষ করল সব, বন্ধুকে খুঁজতে খুঁজতে শেষে মিলল দগ্ধে যাওয়া হাড়