Migratory Bird at Sunderban: সুন্দরবনে গেলেই দেখা মিলব এই বিরল প্রাণীদের দেখা! আজই সপরিবারে প্ল্যান করে ফেলুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মিলছে সুন্দরবনের বেশ কয়েকটি দ্বীপে। জম্বুদ্বীপ, ফ্রেজারগঞ্জ, লোথিয়ান, কালিস্তান ও কলসদ্বীপে এই পাখিদের দেখা যাচ্ছে। ফলে ওই দ্বীপগুলি থেকে ঘুরে আসতে পারেন আপনিও।
advertisement
1/6

শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মিলছে সুন্দরবনের বেশ কয়েকটি দ্বীপে। জম্বুদ্বীপ, ফ্রেজারগঞ্জ, লোথিয়ান, কালিস্তান ও কলসদ্বীপে এই পাখিদের দেখা যাচ্ছে। ফলে ওই দ্বীপগুলি থেকে ঘুরে আসতে পারেন আপনিও।
advertisement
2/6
পরিযায়ী পাখির মধ্যে কমন শেলডাক, হুইসলিং ডাক, বিভিন্ন প্রজাতির সি গাল-এর কলরবে ভরে উঠেছে বাদাবন ও নদীর চর।তবে দক্ষিণ ২৪ পরগনার অন্যান্য জায়গায় এবার এখনও পর্যন্ত পরিযায়ী পাখিদের ভিড় সেভাবে জমে ওঠেনি।
advertisement
3/6
গতবছর ডায়মন্ড হারবার, বারুইপুর সহ বেশ কিছু জায়গায় ভালো সংখ্যক পাখি এসেছিল। তবে এবার উপকূলে পরিযায়ী পাখির দেখা মিলছে। প্রতি বছর ডিসেম্বরের শুরু থেকেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই সব পাখি উড়ে আসতে শুরু করে।
advertisement
4/6
এবছর পরিযায়ী পাখিরা উপকূলে বেশি এসেছে। সেজন্য পরিযায়ী পাখি দেখতে হলে এবছর আপনাকে উপকূলের দিকে যেতে হবে। তবেই ভাল পাখি দেখতে পাবেন।
advertisement
5/6
স্ট্রিক থ্রোটেড সোয়ালো, কমন শেলডাক, পালাল গাল জাতীয় পাখির দেখা মিলছে।জেলার অন্যান্য জায়গায় কিন্তু পাখিদের ঝাঁক সেভাবে দেখা যাচ্ছে না।
advertisement
6/6
এবছর শীত শেষ হতে এখনও বেশ কিছু সময় বাকি রয়েছে। ফলে জেলার অন্যান্য জায়গাতেও পাখির দেখা মিলবে বলে আশাবাদী সকলে। কিন্তু এখনই এই পরিযায়ী পাখি দেখতে হলে আপনাকে যেতে হবে উপকূলে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Migratory Bird at Sunderban: সুন্দরবনে গেলেই দেখা মিলব এই বিরল প্রাণীদের দেখা! আজই সপরিবারে প্ল্যান করে ফেলুন