Indian Railways: 'দাঁড়াও, তোমার ব্যাগটা দেখি...', ট্রেনের মধ্যেই 'হিরো' হয়ে উঠলেন মহিলা পুলিশকর্মী! ব্যাগ থেকে যা বের করলেন, ধন্য ধন্য করছে গোটা বাংলা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
সেই দেখেই তিনি দাবাং রূপ ধারন করে, মহিলা পুলিশকর্মী ঝাঁপিয়ে পড়েন ছিনতাইকারী ওই মহিলার উপরে। সাহসের সঙ্গে তাঁর হাত থেকে ব্যাগ কেড়ে নেন।
advertisement
1/9

চলন্ত ট্রেনে ছিনতাইবাজের হাত থেকে টাকার ব্যাগ উদ্ধার মহিলা পুলিশ কর্মী। ঘটনায় রানাঘাট পুলিশ জেলার তরফে বিশেষ সম্মান মহিলা পুলিশ কর্মীকে। (Mainak Debnath )(Representative Image: Created by AI )
advertisement
2/9
গত সোমবার নদিয়ার ধানতলা থানায় কর্মরত মহিলা পুলিশ তৃপ্তি সরকার, উনি কলকাতা হাইকোর্টের কাজ সেরে থানায় আসার উদ্দেশ্যে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনের মধ্যেও ছিল তার কড়া নজর। (Representative Image: Created by AI )
advertisement
3/9
ট্রেনটি যখন নৈহাটি স্টেশনে ঢুকছে সেই সময় তিনি দেখতে পান, তার পাশেই থাকা একটি মহিলার হাতের থাকা একটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছে অন্য আরও এক মহিলা।
advertisement
4/9
সেই দেখেই তিনি দাবাং রূপ ধারন করে, মহিলা পুলিশকর্মী ঝাঁপিয়ে পড়েন ছিনতাইকারী ওই মহিলার উপরে। সাহসের সঙ্গে তাঁর হাত থেকে ব্যাগ কেড়ে নেন। সেই সময় নৈহাটি স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফ মেরে পালিয়ে যায় ছিনতাইবাজ মহিলা ।(Representative Image: Created by AI )
advertisement
5/9
জানা যায় ওই ট্রেনে থাকা নদিয়ার তাহেরপুর থানার মহিষডাঙার সোমা কর্মকারের ব্যাগের মধ্যে ছিল পাঁচ লক্ষ টাকা।
advertisement
6/9
আর সেই টাকা উদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে চুরি হয়ে যাওয়া থেকে রক্ষা করেন ধানতলা থানার সাহসিনী মহিলা পুলিশকর্মী তৃপ্তি সরকার।
advertisement
7/9
তার সেই সাহসিকতার জন্য তাকে এদিন ধানতলা থানায় বিশেষ সন্মানে ভূষিত করল রানাঘাট পুলিশ জেলা।
advertisement
8/9
সঙ্গে সাহসিকতা এবং সুনামের সঙ্গে কর্তব্য পালনের জন্য ধানতলা থানার পুলিশ অফিসার, এবং কয়েকজন সিভিক ভলেন্টিয়ারদের হাতে স্মারক তুলে দিয়ে তাদেরকেও সন্মান জানানো হয় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে।
advertisement
9/9
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি লাল্টু হালদার, বর্ডার ডি এসপি ডক্টর সোমনাথ ঝা, সি আই অয়ন চক্রবর্তী এবং ধানতলা থানার ওসি কৌশিক কর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: 'দাঁড়াও, তোমার ব্যাগটা দেখি...', ট্রেনের মধ্যেই 'হিরো' হয়ে উঠলেন মহিলা পুলিশকর্মী! ব্যাগ থেকে যা বের করলেন, ধন্য ধন্য করছে গোটা বাংলা