মেয়ে নয়, সে রাজকন্যা! ফুল, বেলুনে সাজানো অ্যাম্বুল্যান্সে নবজাতিকাকে ঘরে আনলেন বাবা!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sudipta Garain
Last Updated:
মেয়ের জন্মে আনন্দে আত্মহারা বাবা, রাজকীয় আয়োজনে ফুলে সাজানো অ্যাম্বুল্যান্সে নবজাতিকা কন্যাকে ঘরে আনলেন।
advertisement
1/5

মেয়ে নয় শুধু, সে বাবার চোখের মণি। রাজকন্যা! সিউড়ি হাসপাতাল থেকে পাওয়া খবরেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মাঠপলশার শেখ সাবের আলীর পরিবারে। মেয়ে হয়েছে! যেন ঘরে লক্ষ্মী পা রেখেছে।
advertisement
2/5
সিউড়ি সদর হাসপাতাল চত্বরে ফুল, ফিতা, বেলুনে সেজে উঠল সেই অ্যাম্বুলেন্স, যা নবজাতিকা কন্যাকে নিয়ে আসবে প্রথম সফরে। এ যেন রাজকন্যার জন্য রাজকীয় বাহন।
advertisement
3/5
"মেয়ে হওয়া মানেই সৌভাগ্য" কন্যাকে কোলে নিয়ে শেখ সাবের আলীর চোখেমুখে অপার ভালবাসা ও গর্বের ঝলক।
advertisement
4/5
খুশিতে সেজে উঠল গোটা পরিবার। নবজাতিকার ঘরে ফেরাকে ঘিরে প্রতিবেশীরাও হলেন সাক্ষী এক বিরল আনন্দ-উৎসবের। সাধারণ এক পরিবারে যেন বসন্ত এসে গেছে।
advertisement
5/5
ভালবাসায় মোড়া প্রথম যাত্রা।ফুলে ঢাকা অ্যাম্বুলেন্স গাড়িতে মায়ের কোলে ফিরছে ছোট্ট অতিথি। এই দৃশ্যই যেন জানান দেয়, মেয়ের জন্ম নয় লজ্জা নয়, গর্বের উৎসব।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মেয়ে নয়, সে রাজকন্যা! ফুল, বেলুনে সাজানো অ্যাম্বুল্যান্সে নবজাতিকাকে ঘরে আনলেন বাবা!