Farming: কিলবিল করছে কেঁচো ! দেখে গা ঘিনঘিন করলেও এই মাটিতেই রয়েছে সোনা! কোথায়?
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
Last Updated:
Farming: কিলবিল করছে হাজার হাজার কেঁচো। এই মাটিতেই লুকিয়ে রয়েছে আসল রহস্য।
advertisement
1/6

বাঁকুড়ার লাল মাটিতে চাষ করতে ঘাম ছুটে যায় কৃষকদের। তারই মাঝে যেন সোনা পেল চাষিরা।
advertisement
2/6
ঝুরঝুরে এই মাটিতেই লুকিয়ে রয়েছে একটি বিশেষ জীব।
advertisement
3/6
কিলবিল করছে হাজার হাজার কেঁচো। এই মাটিতেই লুকিয়ে রয়েছে আসল রহস্য।
advertisement
4/6
এই পদ্ধতিকে বলে ভার্মি কম্পোস্ট। বাঁকুড়ার বিভিন্ন নার্সারিতে করা হচ্ছে কেঁচো সার প্রয়োগ।
advertisement
5/6
বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে কেঁচোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে যে জৈব সার তৈরি করা হয় তাকে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার বলে।
advertisement
6/6
ভার্মি কম্পোস্ট ব্যবহারকারী সংস্থার এক আধিকারিক জানান, খুব কম খরচে এই জৈব সার ফসল ফলাতে পারে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Farming: কিলবিল করছে কেঁচো ! দেখে গা ঘিনঘিন করলেও এই মাটিতেই রয়েছে সোনা! কোথায়?