Hooghly Rare Potato: চাষ করেছিলেন আলু, ফলল 'আদা'? হুগলিতে আজব ফলন, কৃষকদের মাথায় হাত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লম্বাটে আকৃতির অনেকটা আদার মতো দেখতে এই আলুর অনেকগুলিই আবার ফাটা৷ এই আলু খেতেও তেতো৷
advertisement
1/6

চাষ করেছিলেন আলু৷ কিন্তু সেই আলু তুলতে গিয়ে মাথায় হাত চাষিদের৷ কারণ যে আলুর ফলন হয়েছে, তা দেখতে আদার মতো! তথ্য ও ছবি- সোমনাথ ঘোষ
advertisement
2/6
এমনই ঘটনা ঘটেছে হুগলির বৈঁচিগ্রামের উত্তরপাড়ায়৷ গোলাকারের বদলে অদ্ভুত আকৃতির আলুর ফলন হয়েছে এলাকার বেশ কয়েকজন চাষির জমিতে৷
advertisement
3/6
লম্বাটে আকৃতির অনেকটা আদার মতো দেখতে এই আলুর অনেকগুলিই আবার ফাটা৷ এই আলু খেতেও তেতো৷
advertisement
4/6
ফলে কোনও ভাবেই এই আলু বাজারে বিক্রি হবে না বলে জানাচ্ছেন ওই কৃষকরা৷ ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন ওই কৃষকরা৷ কারণ আলু চাষ করতে গিয়ে প্রত্যেকেরই অনেক টাকা খরচ হয়ে গিয়েছে৷
advertisement
5/6
ফলে কীভাবে সেই খরচের টাকা উঠবে, তা বুঝতে পারছেন না কৃষকরা৷ কেন এরকম অদ্ভুত আকৃতির আলু ফলল, তাও বুঝতে পারছেন না তাঁরা৷
advertisement
6/6
ওই কৃষকরা জানাচ্ছেন অতীতে কোনও দিন তাঁদের এলাকায় আলু চাষে এমন বিপত্তি ঘটেনি৷ তবে আরামবাগে একবার এরকম হয়েছিল৷ বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন জেলা কৃষি দফতরের আধিকারিকরাও৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly Rare Potato: চাষ করেছিলেন আলু, ফলল 'আদা'? হুগলিতে আজব ফলন, কৃষকদের মাথায় হাত