Diwali 2025: কালী পুজোয় ফানুস উড়িয়েছেন এবার? হাওড়ার একটি বাড়িতে ফানুসের জন্য যা ঘটনা ঘটল, শুনলে চমকে যাবেন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Kalipuja 2025 : খুশির ফানুস ভয়ানক হতে পারে, আকাশে ভেসে বেড়ানো মিটমিট করা ফানুস হঠাৎ ভূপৃষ্ঠে নেমে এসে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। বাড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটল।
advertisement
1/5

বাজির উৎসবে ঘাতক ফানুস! বাঙালির আলোর উৎসব দীপান্বিতা কালীপুজো। শক্তির দেবী মা কালীর আরাধনার পাশাপাশি এই উৎসবে বাজি পোড়ানোর রীতি রয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন ভ্যারাইটি বা বাহারি বাজির সঙ্গে ফানুস ওড়ান এখনকার দিনে বেশ চল হয়েছে। গ্রাম-শহর সর্বত্রই মানুষের মধ্যে বেশ আগ্রহ। আগুন দিলেই গরম বাতাস ভর্তি ফানুস শূন্যে ভেসে বেড়ায়। সে এক মনোরম দৃশ্য, যা ভীষণভাবে মন আকৃষ্ট করে সমস্ত বয়সের মানুষকে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
2/5
বাজি পটকার দূরে থেকে আলোর উৎসবে অনেকেই ফানুস জ্বালানোর দিকে বেশি আগ্রহ দেখান। এতে ছ্যাঁকা খাওয়ার ভয় নেই, তাই অনেকেই ফানুস'কে বেছে নেন। গত কয়েক বছর আগে ফানুসের চাহিদা ব্যাপক দেখা গিয়েছিল। দূর আকাশ দিয়ে মিট মিট করে ভেসে বেড়াতে দেখা যায় আলোর উৎসবে। এতেই রয়েছে বিপদের আশঙ্কা।
advertisement
3/5
আলোর উৎসবে আগুনে পুড়ল ঘর। মঙ্গলবার রাতে ব্যাঁটরা থানা এলাকার নরসিংহ দত্ত রোডে একটি টালির চালের বাড়ির চালে জ্বলন্ত ফানুস উড়ে গিয়ে পড়লে টালির চালে থাকা প্লাস্টিকে আগুন লেগে যায়। সেই থেকে বাড়ির একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ঘরের ভিতরে।
advertisement
4/5
এবার বেশ কিছু এলাকায় দেখা গিয়েছে বাজি পোড়ানোর সঙ্গে ফানুস ওড়াতে। ছোট ছোট কিছু দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায় শোনা গিয়েছে। ফানুসে আগুন দেওয়ার পর ধীরে ধীরে গরম হাওয়া ভর্তি হয়ে, ফানুস আলকা হয়ে বাতাসে ভর করে উপরের দিকে উঠে যায়। কিন্তু হঠাৎ দমকা হাওয়ার দাপট বা বিভিন্ন কারণে জলন্ত ফানুস হঠাৎ নিচে নেমে আসে। ফানুসের জ্বলন্ত আগুন দাহ্য পদার্থের সংস্পর্শে এলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
advertisement
5/5
এমন উৎসব মুখরিত দিনে আনন্দ উপভোগ করতে গিয়ে ফানুস ওরা তে মত্ত বহু মানুষ। যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ফানুসের আগুনে ঘর বাড়ির মত বিভিন্ন স্থানে আগুন লেগে ভস্মীভূত হচ্ছে। উৎসব পালনের সঙ্গে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। বিপদ এড়াতে এই সমস্ত জিনিস ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Diwali 2025: কালী পুজোয় ফানুস উড়িয়েছেন এবার? হাওড়ার একটি বাড়িতে ফানুসের জন্য যা ঘটনা ঘটল, শুনলে চমকে যাবেন