Kali Temple near Kolkata: পৌঁছলেই অপার শান্তি, পূরণ হবে মনস্কামনা, ঘুরে আসুন উলুবেড়িয়া কালীবাড়ি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Famous Kali Temple near Kolkata : শান্ত নিরিবিলি নদীর পাড়ে মানসিক শান্তি পেতে বহু মানুষ ছুটে আসে উলুবেড়িয়া কালীবাড়িতে, এই সময় আরও আকর্ষণীয় এই স্থান...
advertisement
1/6

*এই শীতের মরশুমে মন ভাল করার একটি স্থান উলুবেড়িয়া আনন্দময়ী কালীমাতা মন্দির বা উলুবেড়িয়া কালীবাড়ি।
advertisement
2/6
*নদীপাড়ের নিরিবিলি শান্ত পরিবেশ, অল্পতেই মিলবে মানসিক শান্তি। সারা বছর জেলা-সহ পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ আসে। বিশেষ দিনগুলিতে রীতিমতো মানুষের ঢল নামে এখানে।
advertisement
3/6
*জানা যায়, ১৩২৭ বঙ্গাব্দের ১৭ বৈশাখ ভাগীরথী নদীর তীরে নবরত্ন আনন্দময়ী কালীমন্দির প্রতিষ্ঠিত হয়। সেকাল থেকে একাল মানুষের দারুন আকর্ষণের কেন্দ্রে এই জায়গা।
advertisement
4/6
*শান্ত নিরিবিলি পরিবেশ। নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বিশাল মাতৃ মন্দিরের সামনে নাট মন্দির। মন্দিরের ভিতরে নাটমন্দির রয়েছে, যেখানে ভক্তরা বিশ্রাম নিতে পারেন৷ এই মন্দিরের সঙ্গেই আরও কয়েক মন্দির রয়েছে।
advertisement
5/6
*কালীমন্দির হলেও এখানে বলি হয় না ৷ প্রতিদিন এখানে মধ্যাহ্নে ভোগ নিবেদন করা হয়। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও মন্দিরের একটি গেস্ট হাউসও রয়েছে।
advertisement
6/6
*দুর্গাপুজো, কালীপুজো-সহ বিভিন্ন পুজো অনুষ্ঠান জাঁকজমক করে পালিত হয় উলুবেড়িয়া কালীবাড়িতে। এখানে অনুষ্ঠিত রাসমেলা উলুবেড়িয়ার সবচেয়ে আকর্ষণীয় মেলা। প্রায় ৭০ বছর ধরে মেলা আয়োজন হচ্ছে। প্রায় এক মাস ধরে বসে মেলার আসর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Temple near Kolkata: পৌঁছলেই অপার শান্তি, পূরণ হবে মনস্কামনা, ঘুরে আসুন উলুবেড়িয়া কালীবাড়ি