Digha News: সাবধান দিঘা গিয়ে ‘এই’ পুলিশের পাল্লায় পড়েননি তো, ফিল্মি কায়দায় যা যা হল
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Digha News: ফিল্মি কায়দায় ওই যুবককে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ।
advertisement
1/6

পর্যটন নগরী দিঘার সৈকতে পুলিশের বেশে ভুয়ো পুলিশের দাপট। পর্যটকদের ভয় দেখিয়ে ছিনতাই, মারধর এবং শারীরিক নিগ্রহের অভিযোগ উঠছে। বারবার এধরণের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে দিঘা থানার পুলিশ।
advertisement
2/6
রাতভর তল্লাশি চালিয়ে নিউ দিঘার মেরিনা ঘাট সংলগ্ন ঝাউ জঙ্গল থেকে পুলিশের পোশাকধারী ভুয়ো পুলিশ এক যুবককে গ্রেফতার করলো দিঘা থানার পুলিশ।
advertisement
3/6
ফিল্মি কায়দায় ওই যুবককে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ। দীর্ঘদিন ধরে এই সমস্ত ঘটনা ঘটিয়ে থাকলেও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হত ধৃত যুবক সহ কিছু দুষ্কৃতী।
advertisement
4/6
শেষমেশ স্থানীয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ নড়েচড়ে বসে। মেরিনাঘাট এবং মাইতিঘাট এলাকায় বিশাল পুলিশ বাহিনী দিয়ে পুরো জঙ্গলটিকে ঘিরে ফেলা হয়৷
advertisement
5/6
ঘণ্টা দুয়েকের অভিযানের পর ওই যুবককে ধরতে সক্ষম হয় পুলিশ। ধৃত যুবককে আজ কাঁথি মহকুম আদালতে তোলা হয়।
advertisement
6/6
পুলিশ সুত্রের খবর, ধৃত যুবককে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে আর কোন বড় চক্র যুক্ত কিনা খতিয়ে দেখা হবে। ধৃত যুবকের নাম পুলক দাস (২৮)। বাড়ি কাঁথি থানার পাইলচ্ছিমপুর এলাকায়। Input- Saradindu Bhowmik
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha News: সাবধান দিঘা গিয়ে ‘এই’ পুলিশের পাল্লায় পড়েননি তো, ফিল্মি কায়দায় যা যা হল