Heavy Rain Forecast| Yellow Alert|| সাবধান! হলুদ সতর্কতা জারি, কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি জেলায় জেলায়
- Published by:Shubhagata Dey
Last Updated:
Extreme heavy rain with lightning thunderstorm forecast: বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর , হাওড়া , হুগলি দক্ষিণ ২৪ পরগনা , উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এ ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
advertisement
1/7

*তীব্র ভ্যাপসা গরমের মাঝেই শিলাবৃষ্টি সহ তীব্র ঝোড়ো হওয়ার সম্ভাবনা জারি করে হলুদ সর্তকতা জারি করল আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি-সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
2/7
*চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ভাবে হতে পারে ঝড়-বৃষ্টি। পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ফাইল ছবি।
advertisement
3/7
*দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর , হাওড়া , হুগলি দক্ষিণ ২৪ পরগনা , উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এ ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ফাইল ছবি।
advertisement
4/7
*রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলা জুড়ে ক্রমাগত পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। কখনও রোদ, কখনও বৃষ্টি ভোল বদল করছে প্রকৃতি। ফাইল ছবি।
advertisement
5/7
*বৃহস্পতিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হালকা কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ। ফাইল ছবি।
advertisement
6/7
*এ দিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বরাবরই পুরুলিয়া জেলায় তীব্র গরম পড়ে। আবহাওয়ার পরিবর্তনের ফলে এই গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাচ্ছে জেলার মানুষ। তবে এই ঝড়বৃষ্টির কারণে চাষের জমিতে ক্ষয়ক্ষতি হচ্ছে। ফাইল ছবি।
advertisement
7/7
*হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপর দিয়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুতের প্রবল সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জায়গায় প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heavy Rain Forecast| Yellow Alert|| সাবধান! হলুদ সতর্কতা জারি, কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি জেলায় জেলায়