Bankura News: বাঁকুড়ার এক্সক্লুসিভ কালীর কালেকশন! দেখুন,অবাক হবেন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
"যতদিন চোখের জোর থাকবে ততদিন করব" বলছেন শিল্পী
advertisement
1/6

দেখুন মা কালীর বিরাট কালেকশন! ব্লেড এর উপরে মা কালী, ধানের উপরে মা কালী, মা কালী পেন্সিলের শিষে। আবার বোতলের ভিতরে অ্যালুমিনিয়ামের মা কালী।
advertisement
2/6
সূক্ষ্ম চুনাপাথর কেটে ৪ সেন্টিমিটার এর মা কালী তৈরি করেছেন। এছাড়াও রয়েছে তার অন্যান্য সৃষ্টি গুলি। প্রতিটিতেই ফুটে উঠেছে মা কালীর ভিন্নরূপ।
advertisement
3/6
বাঁকুড়ার পেশায় চিত্রশিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় কালীপুজোর আগে মা কালীর বিরাট সম্ভার নিয়ে বসেছেন। সূক্ষ্ম চুনাপাথর কেটে ৪ সেন্টিমিটার এর মা কালী তৈরি করেছেন। সঙ্গে রয়েছে বোতল-বন্দী কাল
advertisement
4/6
মানুষ চাইলেই কত নতুনত্ব শিল্প সৃষ্টি করতে পারেন। বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় সেটাই করে দেখাচ্ছেন। নিজে পেশায় চিত্রশিল্পী হলেও, একজন রাজ্যের নামকরা মাইক্রো আর্টিস্ট তিনি। অর্থাৎ ছোটখাটো সূক্ষ্ম জিনিসের উপর খোদাই করে মূর্তি তৈরি করে থাকেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
advertisement
5/6
প্রান্তিক বাঁকুড়া থেকেও কিভাবে মৌলিক শিল্পচর্চা করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অভিজ্ঞ এই শিল্পী। অভিজ্ঞ শিল্পী জানান, "আমার ভালো লাগে তাই করি। এখনও চোখের জোড় আছে। যতদিন থাকবে করব।"
advertisement
6/6
মা কালীর প্রতি ভক্তি এবং শিল্পের প্রতি আনুগত্য দেখিয়ে, বাঁকুড়ার শিল্পী তাক লাগিয়েছেন সবাইকে। তার বিরাট মা কালীর কালেকশন দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ।