ISKCON: প্রবল গরমেও মায়াপুরে মানুষের ঢল! কী এমন হল? বিশেষ কোনও কারণ? জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
ISKCON: প্রতিদিন হাজার হাজার ভক্ত মায়াপুরের ইসকন মন্দিরে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে সপ্তাহান্তে এবং উৎসবের সময়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত এই স্থানটি বৈষ্ণব সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
1/6

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহও থামাতে পারেনি মায়াপুর ইসকনের ভক্তদের ঢল। পশ্চিমবঙ্গের এই পবিত্র তীর্থস্থানটি সারা বছরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও, গরমের দিনে এত মানুষের সমাগম সত্যিই বিস্ময়কর।
advertisement
2/6
প্রতিদিন হাজার হাজার ভক্ত মায়াপুরের ইসকন মন্দিরে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে সপ্তাহান্তে এবং উৎসবের সময়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত এই স্থানটি বৈষ্ণব সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে দীর্ঘ পথ অতিক্রম করে আসেন শুধুমাত্র রাধা-মাধবের দর্শন লাভের জন্য।
advertisement
3/6
গরমের তীব্রতা উপেক্ষা করেই ভক্তরা প্রভুর সেবায় মগ্ন থাকছেন। অনেকে ধ্যান, কীর্তন এবং প্রসাদ বিতরণের মধ্যে নিজেদের ব্যস্ত রাখছেন। মন্দির কর্তৃপক্ষও তাদের সেবায় কোনও কমতি রাখছে না—শীতল জল, বিশ্রামের জায়গা এবং পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভক্তদের কষ্ট কমে।
advertisement
4/6
মায়াপুর ইসকনের এক স্বেচ্ছাসেবক জানালেন, "গরম যতই হোক, ভক্তদের উৎসাহ কখনও কমে না। তাঁদের বিশ্বাস ও ভক্তির শক্তি তাঁদের এখানে টেনে আনে। প্রতিদিন আমরা হাজার হাজার দর্শনার্থীর জন্য প্রসাদ ও পানীয় জলের ব্যবস্থা করি।"
advertisement
5/6
অনেকেই এই গ্রীষ্মের মাঝেও ব্রত পালন করে দীর্ঘক্ষণ উপবাস রাখছেন। বাড়ির খুদেদের সঙ্গে নিয়েই বহুদূর থেকে ছুটে আসছেন ইসকনে।
advertisement
6/6
ইসকন মায়াপুর শুধু ভারত নয়, বিশ্বের নানা দেশ থেকে আসা ভক্তদের মিলনস্থল। আন্তর্জাতিকভাবে খ্যাত এই ধর্মীয় স্থান শুধু ভক্তিতে নয়, সংস্কৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গ্রীষ্মেও ভক্তদের এই অটল বিশ্বাস ও সেবার দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়।