Dwijendralal Ray's Birth Anniversary: ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কাজলাগড়, সেখানেই ডিএল রায়ের জন্মবার্ষিকী পালন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ডি এল রায়কে ভোলেননি কাজলাগড়ের মানুষ। ডি এল রায়ের অনেক কালজয়ী রচনার সাক্ষী এই কাজলাগড় আর তার ভাঙাচোরা রাজপ্রাসাদ এলাকাতেই আজ কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলালের ১৬০ তম জন্মদিন গুরুত্ব দিয়েই পালন করলেন স্থানীয়রা!
advertisement
1/4

#পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার যে কটি ঐতিহাসিক স্থান বা স্থাপত্য রয়েছে তাদের মধ্যে কাজলাগড় অন্যতম।স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাশাপাশি কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতি বিজড়িত এই কাজলাগড় জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অসাধারণ সব সৃষ্টি। ভগবানপুর কাজলাগড় ঘিরে অন্য অনেক গল্প কাহিনির সঙ্গে ডি এল রায়ের সৃষ্টিকর্মও জুড়ে রয়েছে।
advertisement
2/4
কাজলাগড় রাজবাড়ির ইতিহাস ষোড়শ ও সপ্তদশ শতকের অবিভক্ত মেদিনীপুর জেলার ইতিহাসের সঙ্গে যুক্ত। সেসময়ের বিভিন্ন ছোট ছোট রাজ্যের ভিতরে কয়েকটি যেমন তমলুক, বালিসীতা, তুরকা, কুতুবপুর ও সুজামুঠা মাহিষ্য জাতির রাজাদের। বর্তমান কাজলাগড় অঞ্চল ছিল সুজামুঠা রাজ্যের অধীনে। প্রায় চারশো বছর পূর্বে এই জায়গা ছিল জলাকীর্ণ ও বন্য জন্তুদের অবাধ বিচরণ ভূমি। ইতিহাস মতে রণঝাঁপ গোষ্ঠীর লোকেরা এখানে শিকার করার সময় দৈব স্বপ্নাদেশ পান কাজলা কালিমাতার পুজো করার জন্য। সেই থেকে এই জায়গার নাম হয় কাজলাগড়। পরে এই কাজলাগড়েই সরকারি আধিকারিক হিসেবে কাজে যোগ দিয়ে রাজবাড়িতেই ডি এল রায় ছিলেন বেশ কয়েক বছর। সেসব ইতিহাসে লেখা আছে। সেসব মনে করে গর্বিত হন স্থানীয়রা।
advertisement
3/4
স্থানীয়দের উদ্যোগেই বিশিষ্ট কবি, সঙ্গীতশিল্পী ও নাট্যকার দ্বিজেন্দ্র লাল রায়ের ১৬০ তম জন্মদিবস মঙ্গলবার পালিত হয় বাজকুল মনীষী চর্চা কেন্দ্রের উদ্যোগে স্থানীয় স্কুল পড়ুয়াদের নিয়ে সভার আয়োজন করা হয়। গান আবৃত্তি আলোচনায় এই দিনটি উদযাপন হয়। বিস্মৃতির অন্তরালে প্রায় হারিয়ে যাওয়া দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের এক দীর্ঘ স্মৃতি জড়িয়ে রয়েছে।
advertisement
4/4
জানা যায়, ১৮৯০ সালে ডিএল রায় বর্ধমান রাজ এস্টেটের সেটেলমেন্ট আধিকারিক হিসাবে কাজলাগড় রাজবাড়িতে প্রায় তিন বছর অবস্থান করেছিলেন। ইতিহাসের চুপ কথা জানান দেয় কাজলাগড়ে বর্ধমান রাজ এস্টেটের সেটেলমেন্ট আধিকারিক হিসেবে থাকাকালীন সেই সময় কাজলাগড় দীঘির পাড়ে বকুলবাগানে বসে অনেক কবিতা, গান ও নাটক রচনা করেছিলেন দ্বিজেন্দ্র লাল। যেগুলি বাংলা সাহিত্যের ইতিহাসে অমূল্য সম্পদ হিসেবে চিহ্নিত। বাজকুল মনীষী চর্চা কেন্দ্রের সম্পাদক অশোক বর্মন বলেন, স্থানীয় স্কুল পড়ুয়াদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্তমানে রাজবাড়ী অনেকটা সাজিয়ে তোলা হয়েছে। পুরোটা সংস্কার করে ঐতিহ্য রক্ষা করুক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুর এক নম্বর ব্লকের বিডিও বিশ্বজিৎ মণ্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা। Input- Sujit Bhowmik
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Dwijendralal Ray's Birth Anniversary: ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কাজলাগড়, সেখানেই ডিএল রায়ের জন্মবার্ষিকী পালন