Elephant Attack: ৩০ হাতি একসঙ্গে ঢুকে পড়ল লোকালয়ে! 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা বাসিন্দাদের, কোথায় জানুন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
একসঙ্গে ৩০টি হাতি হানা দিল লোকালয়ে। একটি হাতি সামনে এসে দাঁড়ালেই আতঙ্কে পড়ে যান সাধারণ মানুষ, সেই জায়গায় ভাবতে পারেন, একসঙ্গে ৩০ টি হাতি!
advertisement
1/5

একসঙ্গে ৩০টি হাতি হানা দিল লোকালয়ে। একটি হাতি সামনে এসে দাঁড়ালেই আতঙ্কে পড়ে যান সাধারণ মানুষ, সেই জায়গায় ভাবতে পারেন, একসঙ্গে ৩০ টি হাতি! (ছবি ও তথ্য: রাজু সিং)।
advertisement
2/5
দুর্গাপুজোর আগে শনিবার সকালে এমনই ঘটনায় রীতিমতো গ্রামবাসীদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তবে এমন ঘটনা এই প্রথম নয়, কেননা দিন দুয়েক আগেই একইভাবে ৩০ থেকে ৩৫ টি হাতির দল ঢুকে পড়েছিল লোকালয়ে।
advertisement
3/5
শনিবার একসঙ্গে ৩০ টি হাতির দলের দেখা পাওয়া যায় ঝাড়গ্রামের জিড়াপাড়া এলাকায়। ওই ৩০ টি হাতির দল রাতভর চাষের জমিতে তাণ্ডব চালায় বলে অভিযোগ বাসিন্দাদের। চাঁদরার জিড়াপাড়াতে গভীর রাতে হাতির এই তাণ্ডব দেখে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের।
advertisement
4/5
হাতির তাণ্ডব দেখে এলাকার বাসিন্দারা যেমন আতঙ্কিত, ঠিক সেই রকমই আবার ওই হাতির দল দেখতে ভিড় জমান শত শত মানুষ। আর হাতির হানা, অতি উৎসুক মানুষদের জমায়েত ইত্যাদির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা। তারা কীভাবে হাতিগুলিকে পুনরায় জঙ্গলে ফেরানো যায় সেই প্রচেষ্টা চালাচ্ছেন।
advertisement
5/5
এর আগে একইভাবে বৃহস্পতিবার ঝাড়গ্রামে জাতীয় সড়কের গুপ্তমনি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় ৩০ থেকে ৩৫টি হাতির দল এলাকা দাপিয়ে বেড়ায়। মূলত বর্ষায় জঙ্গলে খাবারের অভাব হাতিদের এইভাবে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশের মূল কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Elephant Attack: ৩০ হাতি একসঙ্গে ঢুকে পড়ল লোকালয়ে! 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা বাসিন্দাদের, কোথায় জানুন