TRENDING:

Python Rescue: সন্ধে হতেই পঞ্চায়েত প্রধানের বাড়িতে তুলকালাম, ঘাপটি মেরে ৮ ফুটের অজগর! দাবানলের মতো খবর ছড়াতেই ভিড় বাসিন্দাদের

Last Updated:
শহরের অন্যতম ব্যস্ত এলাকা বাঁকুড়ার নেতাজি রোড়ে খাতড়ার ষোলআনা দুর্গামন্দিরের পাশে খাতড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলা সেনের বাড়ি থেকে উদ্ধার হয় প্রকাণ্ড এই অজগর সাপটি।
advertisement
1/5
সন্ধে হতেই পঞ্চায়েত প্রধানের বাড়িতে তুলকালাম, ঘাপটি মেরে বসে ৮ ফুটের অজগর! তারপর...
খোদ পঞ্চায়েতের প্রধানের বাড়ি থেকে উদ্ধার বিশাল আকার অজগর। শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার খাতড়া মহকুমা শহরের বুকে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় বিশাল আকার অজগর উদ্ধারের ঘটনায়।(তথ্যঃ প্রিয়ব্রত গোস্বামী)
advertisement
2/5
শহরের অন্যতম ব্যস্ত এলাকা বাঁকুড়ার নেতাজি রোড়ে খাতড়ার ষোলআনা দুর্গামন্দিরের পাশে খাতড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলা সেনের বাড়ি থেকে উদ্ধার হয় প্রকাণ্ড এই অজগর সাপটি।অজগরটি দৈর্ঘ্যে প্রায় ৮ ফুট এবং ওজনে প্রায় ১৫ কেজি, এমন অজগর একেবারে জনবসতির মাঝে ধরা পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
3/5
প্রধানের পরিবার সূত্রে খবর, রাতের অন্ধকারে বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে হঠাৎই পরিবারের সদস্যদের চোখে পড়ে এই বিশাল মাপের অজগরটি। মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই একঝলক দৈত্যাকার এই অজগরকে দেখার জন্য এলাকায় ভিড় জমান শতাধিক মানুষ।অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় খাতড়া থানায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় খাতড়া থানার পুলিশ ও বন দফতর।
advertisement
4/5
এত বড় মাপের অজগর দেখতে কৌতূহলী এলাকাবাসীর ভিড় জমায় এলাকায়। বন দফতরের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বন দফতরের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় প্রায় আট ফুট লম্বা এই অজগরটিকে উদ্ধার করেন। পরবর্তীতে পর্যবেক্ষণে রাখার পর দিনের আলোয় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় অজগরটিকে বলেই খবর খবর বন দফতরের সূত্রে।
advertisement
5/5
সাপ আমাদের শত্রু নয়, বরং প্রকৃতির বন্ধু। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই কোথাও সাপ চোখে পড়লেই ভয় বা আতঙ্কিত না হয়ে বন দফতরের খবর দিন দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Python Rescue: সন্ধে হতেই পঞ্চায়েত প্রধানের বাড়িতে তুলকালাম, ঘাপটি মেরে ৮ ফুটের অজগর! দাবানলের মতো খবর ছড়াতেই ভিড় বাসিন্দাদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল