এক নজরে, বুলবুলের দাপটে যেখানে যা যা ক্ষতির মুখে পড়তে হল...
Last Updated:
কাঁচাবাড়ি, গাছ ভেঙে বিপত্তি৷
advertisement
1/7

শনিবার সন্ধ্যে ৭.৮৭ নাগাদ সাগরদ্বীপে আঁছড়ে পড়ে বুলবুল৷ তারপর থেকেই চলে তাণ্ডব৷ বুলবুল-এর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর ২৪ পরগনায়৷ সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে প্রচুর ক্ষতি হয়েছে৷ ভেঙেছে কাঁচাবাড়ি, ধান-সবজি চাষে ক্ষতি৷ সন্দেশখালিতে ধান ও সবজি চাষে ক্ষতি৷ হাসনাবাদেও ভেঙেছে কাঁচাবাড়ি৷ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ৷
advertisement
2/7
ঝড়ের দাপট পূর্ব মেদিনীপুরে৷ নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষতি৷ খেজুরি,নন্দীগ্রামে ভেঙে পড়ে বহু কাঁচাবাড়ি৷ ধান ও শীতকালীন সবজি চাষে ক্ষতি৷ পটাশপুর, মন্দারমণিতেও ঝড়ের দাপট দেখা গিয়েছে৷ রাস্তায় গাছ উপড়ে, বাড়ি ভেঙে বিপত্তি৷ ঝড়ের ক্ষতি রামনগর, তাজপুর, দিঘায়৷ গ্রামীণ এলাকাগুলিতে কাঁচাবাড়ির ক্ষতি৷ হলদিয়ার নদী পাড়ে তাণ্ডব ঝড়ের৷ বিপত্তি মহিষাদসলের কাপােসড়িয়াতেও৷ কাঁচাবাড়ি, বিদ্যুতের খুঁটি ভেঙে বিপত্তি৷
advertisement
3/7
বুলবুলের দাপট কুলতলিতেও৷ কুলতলিতে বেশ কিছু কাঁচাবাড়ি ভেঙেছে৷ রাস্তা, বাড়ির উপর ভেঙে পড়ে গাছ৷ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়েছে৷ ঘূর্ণিঝড়ের দাপট বাসন্তী, ঝড়খালিতেও৷ কাঁচাবাড়ি, গাছ ভেঙে বিপত্তি৷ ঝড়ের দাপটে দঃ ২৪ পরগনায় চাষে ক্ষতি৷ ধান ও পান চাষে ক্ষতি৷ ঝড়ের দাপটে ক্ষতি শীতকালীন সবজি চাষেও৷
advertisement
4/7
ঘূর্ণিঝড়ের দাপট বাসন্তী, ঝড়খালিতেও৷ কাঁচাবাড়ি, গাছ ভেঙে বিপত্তি৷ ঝড়ের দাপটে দঃ ২৪ পরগনায় চাষে ক্ষতি৷ ধান ও পান চাষে ক্ষতি৷ ঝড়ের দাপটে ক্ষতি শীতকালীন সবজি চাষেও৷
advertisement
5/7
ঝড়ের দাপটে জেটি ভেঙে বিপত্তি ঘটে৷ নামখানায় দু’টি জেটি ভেঙে পড়ে৷ হাতানিয়া-দোয়ানিয়া নদীর জেটি ভেঙেছে৷ দু’টি জেটি ভেঙে জলের তলায় চলে গিয়েছে৷ গতকালের ঝড়ে ভেঙে পড়ে জেটি৷ নামখানা, কাকদ্বীপে তাণ্ডব বুলবুলের৷ ভেঙে পড়েছে বহু কাঁচাবাড়ি৷ একাধিক এলাকায় গাছ ভেঙেছে৷
advertisement
6/7
ঘোড়ামারা দ্বীপে কাঁচাবাড়ি ভেঙেছে৷ বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়েছে৷ ঝড়ের দাপটে পানের বরোজে ক্ষতি৷ বুলবুলের দাপট মৌসুনি দ্বীপেও৷ মৌসুনির বেশ কিছু কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত৷
advertisement
7/7
উলুবেড়িয়াতেও ঝড়ের তাণ্ডব৷ উলুবেড়িয়ার খলিসানিতে ঝড় দাপট দেখিয়েছে৷ অস্থায়ী বাঁশের গেট ভেঙে বিপত্তি৷ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত৷ শ্যামপুরের কমলপুরেও বিপত্তি৷ বাড়ির উপর ভেঙে পড়ে গাছের ডাল৷ হাওড়া গ্রামীণ এলাকাতেও ব্যাপক ক্ষতি৷ ধান, সবজি চাষে ক্ষতি, বিদ্যুৎহীন এলাকা৷