পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার ৬ জায়গায় ED হানা, সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা টিম, নজরে মন্ত্রীর অফিস!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ED Raid Kolkata: পূর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে বিভিন্ন জায়গায় ইডির অভিযান লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টে একতলায় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা টিম। সূত্রের খুব দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ এই নিতাই দত্ত।
advertisement
1/4

পূর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে বিভিন্ন জায়গায় ইডির অভিযান লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টে একতলায় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা টিম। সূত্রের খুব দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ এই নিতাই দত্ত।
advertisement
2/4
এদিন সকাল থেকেই দফায় দফায় ইডি তল্লাশি চালাচ্ছে শহর জুড়ে। দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে সকালেই পৌঁছয় ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মোট ছয়টি জায়গায় এখনও পর্যন্ত তল্লাশি চালিয়েছে গোয়েন্দা টিম।
advertisement
3/4
সূত্রের খবর, লেকটাউনের যে টিমটি গিয়েছে সেটি দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়িতে গিয়েছে। অন্যদিকে নাগেরবাজারেও আরও একটি জায়গায় ইডির গোয়েন্দা দল পৌঁছেছে সেটাও পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত।
advertisement
4/4
সূত্রের খবর, সুজিত বসুর অফিস BC ব্লকেও হানা দিতে পারে কেন্দ্রীয় গোয়েন্দাদের আধিকারিকরা। এরইমধ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিএ দীপক দে, সঞ্জয় পোদ্দার অডিটরের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে টিম ইডি। সুজিত বসুর অফিসের নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠানো হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার ৬ জায়গায় ED হানা, সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা টিম, নজরে মন্ত্রীর অফিস!